Sourav Ganguly: 'শুরুতেই তো বলেছিলাম...'! দুই নক্ষত্রের নাম মহারাজের মুখে, দিলেন বিরাট বার্তা

Sourav Ganguly On Indias Asia Cup 2023 Win: রোহিত অ্যান্ড কোংয়ের বিরাট প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এশিয়া কাপ জয়ের কারিগরদের শুভেচ্ছা জানালেন প্রাক্তন অধিনায়ক।

Updated By: Sep 18, 2023, 03:42 PM IST
Sourav Ganguly: 'শুরুতেই তো বলেছিলাম...'! দুই নক্ষত্রের নাম মহারাজের মুখে, দিলেন বিরাট বার্তা
সৌরভের ট্যুইটে রইল অনেক রসদ

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০, ১৯৯৫, ২০১০, ২০১৬, ২০১৮ সালের পর ২০২৩। অষ্টমবার এশিয়া কাপের (Asia Cup 2023) শিরোপা উঠল ভারতের মাথায়। সৌজন্যে একটাই নাম- মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। ২৯ বছরের ডান হাতি পেসারের আগুনে স্পেলে পুড়ে ছারখার হয়ে গেল দ্বীপরাষ্ট্র। দাসুন শনাকাদের (Dasun Shanaka) কাপ জয়ের স্বপ্নে একাই জল ঢেলে দিয়েছেন ভারতের তারকা পেসার। রোহিত শর্মা (Rohit Sharma) তৃতীয় ভারত অধিনায়ক হিসেবে, দুই ফরম্যাট মিলিয়ে দু'বার এশিয়া কাপ জেতার ইতিহাস লিখলেন। অতীতে এমএস ধোনি (২০১২, ২০১৬) ও মহম্মদ আজহারউদ্দিন (১৯৯১, ১৯৯৫) এই কৃতিত্বের অধিকারী হয়েছিলেন। পাঁচ বছর আগে রোহিতের হাত ধরেই ভারত হয়েছিল এশিয়ার সেরা দল। ভারত অবশেষে দেখল ট্রফির মুখ। বিশ্বকাপের আগে দারুণ ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। ভারতের এই পারফরম্য়ান্সে উচ্ছ্বসিত দেশের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক ও প্রাক্তন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তিনি ট্যুইট করে আলাদা ভাবে বললেন রোহিত ও রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) নাম।

আরও পড়ুন: Sunil Gavaskar: 'ওর জায়গা পাকা'! পাঁচে খেলুক এই ক্রিকেটারই, চলে এল সানির রায়

সৌরভ ট্যুইটারে লেখেন, 'আমি শুরুতেই বলেছিলাম যে, এই ভারতীয় দল অত্যন্ত শক্তিশালী। গোটা টুর্নামেন্টেই ভারতের খেলা দারুণ লেগেছে। ওয়েন ডান টিম ইন্ডিয়া। রোহিত শর্মার এটি দ্বিতীয় এশিয়া কাপের খেতাব। ওয়েন ডান বলতে চাই রোহিত, দ্রাবিড়, সাপোর্ট স্টাফ, নির্বাচক ও দলের সকল সদস্য়কে।' কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে, এশিয়া কাপের ফাইনালে, শ্রীলঙ্কা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সিরাজের ছয় উইকেটের দাপটে দাসুন অ্যান্ড কোং গুটিয়ে যায় মাত্র ৫০ রানে। ভারতের বিরুদ্ধে পঞ্চাশ ওভারের ফরম্যাটে এটাই শ্রীলঙ্কার সর্বনিম্ন স্কোর। এদিন পুরো ১৬ ওভারও খেলতে পারল না গতবারের চ্যাম্পিয়ন দল। তার আগেই সব শেষ হয়ে গেল। এশিয়া কাপের সর্বনিম্ন রান তাড়া করতে নেমেছিলেন ঈশান কিশান (২৩) ও শুভমন গিল (২৭)। ১০ উইকেটে তাঁরা ম্যাচ বার করে নেন মাত্র ৬.১ ওভারে। বলের বিচারে (২৬৩ বল হাতে রেখে) রান তাড়া করতে নেমে ভারতের সবচেয়ে বড় জয় এল এদিন।

আরও পড়ুন: PIC: সিরাজ আগুনে পুড়ছেন নায়িকা! করতে চাইছেন... চরম ইঙ্গিতপূর্ণ পোস্ট ভাইরাল

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.