বিরাটের নেতৃত্বে প্রথম হোয়াইটওয়াশের লজ্জা! নিউ জিল্যান্ড সফরে কোহলি-শাস্ত্রীদের পারফরম্যান্স পর্যালোচনা করবে সৌরভের বোর্ড

২০১১-১২ মরশুমে অস্ট্রেলিয়া সফরে এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল ০-৪ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছিল। তারপর আবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা টিম ইন্ডিয়ার।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Mar 3, 2020, 01:01 PM IST
বিরাটের নেতৃত্বে প্রথম হোয়াইটওয়াশের লজ্জা! নিউ জিল্যান্ড সফরে কোহলি-শাস্ত্রীদের পারফরম্যান্স পর্যালোচনা করবে সৌরভের বোর্ড

নিজস্ব প্রতিবেদন: নিউ জিল্যান্ড সফরের শুরুটা দুরন্ত করেছিল টিম ইন্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার পর ওয়ান ডে আর টেস্ট সিরিজে লজ্জার হার। কোহলির জমানায় টেস্ট সিরিজে প্রথম হোয়াইটওয়াশের লজ্জায় মুখ ঢাকল টিম ইন্ডিয়া। নিউ জিল্যান্ডে লজ্জাজনক পারফরম্যান্সের পর্যালোচনা করবে সৌরভের বোর্ড। স্ক্যানারের নিচে শাস্ত্রী-কোহলিদের পারফরম্যান্স।

২০১১-১২ মরশুমে অস্ট্রেলিয়া সফরে এমএস ধোনির নেতৃত্বাধীন ভারতীয় দল ০-৪ ব্যবধানে টেস্ট সিরিজে হেরেছিল। তারপর আবার টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা টিম ইন্ডিয়ার। আইসিসি-র এক নম্বর টেস্ট দলের এমন ভরাডুবির কারণ কী? পর পর সাত টেস্ট জিতে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার ওপরে থাকা ভারত নিউ জিল্যান্ডে কেন যে মুখ থুবড়ে পড়ল সেটা নিয়ে নানা জল্পনা। অথচ ওয়েলিংটনে হারার পরেও অধিনায়ক বিরাট কোহলি বলেন, ভারত বিশ্বের যে কোনও দলকে হারানোর ক্ষমতা রাখে! কোচ রবি শাস্ত্রী প্রায়শই বলে থাকেন, পৃথিবীর যে কোনও উইকেটেই খেলার ক্ষমতা রাখে তাঁর দল।

সেটাই যদি হবে তাহলে নিউ জিল্যান্ডে ধরাশায়ী কেন হতে হল কোহলির দলকে। সেই প্রশ্নটা উঠে আসছে বারবার। আর তাই স্বাভাবিকভাবেই সৌরভ গাঙ্গুলির নেতৃত্বাধীন বোর্ড কিন্তু এবার কোহলিদের পারফরম্যান্স পর্যালোচনা করবে। এমনিতেই টেস্ট সিরিজের পর আতস কাঁচের তলায় কোহলিদের পারফরম্যান্স। নির্বাচক কমিটি থেকে হেড কোচ রবি শাস্ত্রী এমনকী অধিনায়ক বিরাট কোহলি অর্থাত্ যাঁরা দল বেছে নিয়েছেন তাদের প্রত্যেকের কাছে রিপোর্ট চাওয়া হবে।

আরও পড়ুন - কর্ণাটককে হারিয়ে ১৩ বছর পর রঞ্জি ফাইনালে বাংলা, সাক্ষী থাকল ইডেন গার্ডেন্স

.