সোমবার নয়, সৌরভকে দেখতে মঙ্গলবার কলকাতায় আসছেন ডা দেবী শেঠি

চিকিত্সার পরবর্তী ধাপ কী হবে তা নির্ভর করছে ডাক্তার দেবীর শেঠির পরামর্শের উপরে

Updated By: Jan 3, 2021, 09:04 PM IST
সোমবার নয়, সৌরভকে দেখতে মঙ্গলবার কলকাতায় আসছেন ডা দেবী শেঠি

নিজস্ব প্রতিবেদন: সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাইপাস সার্জারির প্রয়োজন হয়তো পড়বে না। তবে তাঁর হার্টে থাকা দুটি ব্লকেজের চিকিত্সার পরবর্তি ধাপ কী হবে তা নিয়ে সিদ্ধান্ত নেবেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জেন দেবী শেঠি ও তাঁর টিম। এমনটাই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে।

সোমবার ডাক্তার শেঠি ও তাঁর টিমের কলকাতায় আসার কথা ছিল। আজ সৌরভের দাদা স্নেহাশীস গঙ্গোপাধ্যায়ও সোমবার দেবী শেঠির আসার কথা জানিয়েছিলেন। কিন্তু হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার নয়, মঙ্গলবার সকালে কলকাতায় পৌঁছবেন ডাক্তার দেবী শেঠি। তবে সোমবার ডাক্তার শেঠি না এলেও সৌরভের চিকিত্সা নিয়ে আলোচনায় বসবে মেডিক্যাল টিম।
 
আরও পড়ুন- 'দলের কিছু নেতা, কর্মীদের নাম ভাঙিয়ে খান', সোশ্যাল মিডিয়ায় ভাইরাল 'বেসুরো' Rajib 

এদিকে, রবিবার সন্ধেয় সৌরভকে হাসপাতালে দেখতে আসেন সীতারাম ইয়েচুরি। হাসপাতাল থেকে বেরিয়ে ইয়েচুরি বলেন, সৌরভের সঙ্গে দেখা হল। অনেক দিনের বন্ধু ও। ওঁর হাসিমুখ দেখা ভালো লাগল। জান হ্যায় তো জাহান হ্যায়। সৌরভ গোটা দেশের সম্পদ।

সৌরভের রাইট করোনারি আর্টারিতে স্টেন্ট বসানো হয় শনিবার। এখনও দুটো আর্টারিতে সমস্যা রয়েছে। তাই চিকিত্সার পরবর্তী ধাপ কী হবে, তা নিয়ে আগামিকাল সিদ্ধান্ত নেবেন চিকিত্সকরা। জানা গিয়েছে, মঙ্গলবার সৌরভের চিকিত্সার আসছেন প্রখ্যাত কার্ডিয়াক সার্জন দেবী শেঠি। তিনি ও তাঁর টিম অবশ্য আগেই জানিয়েছেন, সৌরভের বাইপাস সার্জারির প্রয়োজন নেই। তাঁর তত্ত্বাবধানেই আলোচনায় বসবে মেডিকেল টিম।

সৌরভের চিকিত্সার জন্য ৫ জন ডাক্তারকে নিয়ে মেডিকেল টিম গঠন করা হয়েছে। সরোজ মণ্ডল, আফতাব খান, ভবতোষ বিশ্বাস, এস বি রয়, শৌতিক পাণ্ডার মতো চিকিত্সকরা রয়েছেন সেই দলে। কার্ডিওলজিস্ট, কার্ডিয়াক সার্জেনদের তত্ত্বাবধানে চিকিত্সা চলছে মহারাজের। যদিও বাইপাস সার্জারি নিয়ে কোনও ইঙ্গিত দেননি মেডিকেল টিম থাকা চিকিত্সকরা। তবে চিকিত্সকরা জানিয়েছিলেন, সময়ে হাসপাতালে পৌঁছেছিলেন দাদা। তাই বড়সড় বিপদ এড়ানো গিয়েছিল। তাঁর হার্টে তিনটি ব্লকেজ ছিল। ফলে বাইপাস সার্জারির প্রসঙ্গ উঠেছিল। কিন্তু এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে অ্যাঞ্জিওপ্লাস্টির মাধ্যমেই বাকি দুটি আর্টারিতে স্টেন্ট বসানো হতে পারে।

আরও পড়ুন- সোমবারের শোভন-বৈশাখীর মিছিলের অনুমতি দিল না লালবাজার

রবিবার দুপুরের মেডিকেল বুলেটিনে ডাক্তার সপ্তর্ষি বসু জানিয়েছেন, সৌরভের পুরোপুরি সুস্থ হতে ২-৩ সপ্তাহ লাগতে পারে। তিনিও এদিন জানিয়েছিলেন, সৌরভের বাইপাস সার্জারির হয়তো প্রয়োজন হবে না। তবে চিকিত্সার পরবর্তী ধাপ কী হবে তা নির্ভর করছে ডাক্তার দেবীর শেঠির পরামর্শের উপর।

.