India vs West Indies : ইডেনে টি-২০ ম্যাচ হচ্ছে, আশ্বস্ত করছেন সৌরভ

বিসিসিআইয়ের নতুন সংবিধান অনুযায়ী, এবার থেকে ৯০ শতাংশ টিকিট দর্শকদের উদ্দেশে বিক্রির জন্য ছাড়তে হবে।

Updated By: Oct 4, 2018, 02:31 PM IST
India vs West Indies : ইডেনে টি-২০ ম্যাচ হচ্ছে, আশ্বস্ত করছেন সৌরভ

নিজস্ব প্রতিনিধি : সিএবি তৈরি। বাকিটা বিসিসিআইয়ের উপর। ৪ নভেম্বর ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম টি-২০ অনুষ্ঠিত হওয়ার কথা ইডেনে। কিন্তু সেই ম্যাচ নিয়ে মাঝে ধোঁয়াশা তৈরি হয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সাফ জানালেন, ''আমরা টিকিট ছাপাতে পাঠিয়ে দিয়েছি। ম্যাচ হচ্ছে।''

আরও পড়ুন-  India vs West Indies : অভিষেক টেস্টেই সেঞ্চুরি হাঁকালেন পৃথ্বী শ

বিসিসিআইয়ের নতুন সংবিধান অনুযায়ী, এবার থেকে ৯০ শতাংশ টিকিট দর্শকদের উদ্দেশে বিক্রির জন্য ছাড়তে হবে। বাকি দশ শতাংশ থাকবে কমপ্লিমেন্টারি টিকিট হিসাবে। এতদিন পর্যন্ত ইডেনের ৬৭ হাজার টিকিটের মধ্যে ৩০ হাজার টিকিট থাকত কমপ্লিমেন্টারি হিসাবে। কলকাতা পুলিশ, কলকাতা কর্পোরেশন ও দমকল বাহিনীর মতো একাধিক সরকারি দফতরের জন্য তোলা থাকত কমপ্লিমেন্টারি টিকিট। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সংবিধানে এবার টিকিট বিতরণে সমস্যা দেখা দিল। কারণ, এত কম কমপ্লিমেন্টারি টিকিট বিতরণে আয়োজকদের সমস্যায় পড়তে হবে।

আরও পড়ুন-  কেন দলে নেই করুণ নায়ার? কৌশলে এড়িয়ে গেলেন কোহলিও!

টিকিট বিক্রি ও কমপ্লিমেন্টারি পাসে স্বচ্ছতার অভাব রয়েছে। এমনই অভিযোগে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ আয়োজনে অস্বীকার করেছে মধ্যপ্রদেশের ক্রিকেট সংস্থা। সৌরভ বলছিলেন, ''ওদের সমস্যা বুঝতে পারছি। বাস্তবে যে সমস্যাগুলোর মুখোমুখি হতে হয় সেগুলো একমাত্র আয়োজকরাই জানে। এমপিসিএ-র সমস্যা বুঝতে পারছি। এখানেও একই অবস্থা। ম্যাচ আয়োজনের ক্ষেত্রে পুলিশ বা দমকল বাহিনীর ভূমিকা রয়েছে। ফলে তাঁদেরকে টাকা দিয়ে টিকিট কাটতে বলা যায় না। কিন্তু ম্যাচ নিয়ে কোনও আপোস করব না। সিএবি ম্যাচ আয়োজনে তৈরি।''

.