দলের সহঅধিনায়ক পরিবর্তনের বিপক্ষে সৌরভ

ভারতীয় দলের সহঅধিনায়ক ঘন ঘন পরিবর্তন হওয়াটা দলের পক্ষে মোটেও স্বাস্থ্যকর নয়। এমনটাই মনে করেন সৌরভ গাঙ্গুলি। এব্যাপারে তিনি নির্বাচকদের এক হাত নিয়েছেন।

Updated By: Mar 4, 2012, 04:47 PM IST

ভারতীয় দলের সহঅধিনায়ক ঘন ঘন পরিবর্তন হওয়াটা দলের পক্ষে মোটেও স্বাস্থ্যকর নয়। এমনটাই মনে করেন সৌরভ গাঙ্গুলি। এব্যাপারে তিনি নির্বাচকদের এক হাত নিয়েছেন।
বিরাট কোহলিকে আগামিদিনের অধিনায়ক ভাবতে শুরু করেছেন অনেকেই। এশিয়া কাপে নির্বাচকরা কোহলিকে সহঅধিনায়ক করে দিয়ে সেই ভাবনায় সিলমোহরও দিয়ে ফেলেছেন। সৌরভ গাঙ্গুলি কিন্তু এখনই কোহলিকে নিয়ে এতটা বাড়াবাড়ি করতে রাজি নন। তাঁর মতে এখনই কোহলিকে ভবিষ্যতের অধিনায়ক ভাবার সময় আসেনি।
অস্ট্রেলিয়ায় খারাপ ফল করলেও উপমহাদেশের উইকেটে এশিয়া কাপে ভারত ভাল ফল করবে বলেই মনে করেন সৌরভ গাঙ্গুলি।

.