David Miller: গুজরাতকে ফাইনালে তুলে রাজস্থানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মিলার!

ব্যাট হাতে 'খুন' করতে পারেন বলেই বাইশ গজে তাঁর আরেক নাম 'কিলার মিলার'। ২০২০-২০২১ মরশুম মিলার খেলেছেন রাজস্থানের জার্সিতে। খেলেছেন বললে হয়তো ভুল হবে। কারণ তাঁকে বেশির ভাগ সময়ই বেঞ্চ গরম করতে হয়েছে। চলতি আইপিএল মেগা নিলামের প্রথম দিনে 'আনসোল্ড' থাকা মিলারকে দ্বিতীয় দিনে ৩ কোটি টাকায় কিনে নেয় গুজরাত।

Updated By: May 25, 2022, 02:34 PM IST
David Miller: গুজরাতকে ফাইনালে তুলে রাজস্থানের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মিলার!
মিলার ক্ষমা চাইলেন রাজস্থানের কাছে!

নিজস্ব প্রতিবেদন: চলতি আইপিএলে ( IPL 2022) অভিষেক করেই ফাইনালে পৌঁছে গিয়েছে গুজরাত টাইটান্স (Gujarat Titans)। সৌজন্যে ডেভিড মিলারের (David Miller) বিধ্বংসী ইনিংস। গত মঙ্গলবার আইপিএল কোয়ালিফায়ার ওয়ানে (IPL 2022 Qualifier 1) মুখোমুখি হয়েছিল গুজরাত টাইটান্স (Gujarat Titans) ও রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত মহারণে মহানায়ক হয়ে ওঠেন মিলার। 

ক্রিকেটের নন্দনকাননে 'মেন ইন পিঙ্ক' প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলেছিল। জবাবে সাত উইকেটে জিতে ফাইনালের টিকিট কনফার্মড করে নেয় গুজরাত। মিলার ৩৮ বলে ৬৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের ফিনিশিং লাইন পার করান। এই ম্যাচ জেতার পর টুইটারে মিলার ক্ষমা চেয়ে নেন রাজস্থান পরিবারের কাছে। তিনি লেখেন, "সরি রয়্যালস ফ্যামিলি " লিখেই টুইট করলেন দক্ষিণ আফ্রিকার ৩২ বছরের ব্যাটার। 

ব্যাট হাতে 'খুন' করতে পারেন বলেই বাইশ গজে তাঁর আরেক নাম 'কিলার মিলার'। ২০২০-২০২১ মরশুম মিলার খেলেছেন রাজস্থানের জার্সিতে। খেলেছেন বললে হয়তো ভুল হবে। কারণ তাঁকে বেশির ভাগ সময়ই বেঞ্চ গরম করতে হয়েছে। চলতি আইপিএল মেগা নিলামের প্রথম দিনে 'আনসোল্ড' থাকা মিলারকে দ্বিতীয় দিনে ৩ কোটি টাকায় কিনে নেয় গুজরাত। আর এই মরশুমে মিলার ফুল ফুটিয়েছেন নতুন টিমের জার্সিতে। গড় এবং স্ট্রাইক রেট মিলিয়ে মিলারের ধারে কাছে কেউ নেই। মিলার প্রাক্তন ফ্র্যাঞ্চাইজির প্রতি শ্রদ্ধা জানিয়েই এই টুইট করেছেন। একথা বলাই যায়। মিলার ম্যাচের পর জানিয়েছেন যে, সুযোগ এবং সমর্থন তিনি গুজরাত থেকে পেয়েছেন, তা বদলে দিয়েছে তাঁকে। ফাইনালের আগে বিশ্রাম নিয়ে সেলিব্রেশন করতে চান তিনি।

আরও পড়ুন: IPL 2022, GT vs RR: Buttler-এর মঞ্চে ‘কিলার’ David Miller, Hardik-এর তাণ্ডব, ফাইনালে Gujarat Titans

আরও পড়ুনWriddhiman Saha, IPL 2022: খালি হাতে ফিরলেও হতাশ নন দেবারতি, Gujarat-এর জন্য করলেন প্রার্থনা

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App
 

.