আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরা স্থানে স্মৃতি মন্ধানা!
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে ৫৮ রান করেন ভারত অধিনায়ক স্মৃতি মন্ধানা।
নিজস্ব প্রতিবেদন : ইংল্যান্ডের কাছে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ হলেও আইসিসি র্যাঙ্কিংয়ে কেরিয়ারের সেরাতে পৌঁছলেন স্মৃতি মন্ধানা। আইসিসি ওডিআই ওমেনস র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় কয়েকদিন আগেই শীর্ষে ওঠেন স্মৃতি। এবার টি-টোয়েন্টিতেও তিন নম্বরে উঠে এলেন তিনি।
ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম দুটি ম্যাচে রান না পেলেও তৃতীয় ম্যাচে ৫৮ রান করেন ভারত অধিনায়ক স্মৃতি মন্ধানা। তিন ম্যাচে তাঁর মোট রান ৭২। আর এই পারফরম্যান্সের নিরিখে এবার আইসিসি ওমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে তিন নম্বরে উঠে এলেন তিনি। নিউ জিল্যান্ডের সুজি বেটস অবশ্য শীর্ষেই রয়েছেন।
India's @mandhana_smriti rises into the top three batters in the @MRFWorldwide ICC Women's T20I Rankings!
See else who is on the move up following the #INDvENG series
— ICC (@ICC) March 10, 2019
ইংল্যান্ডের বিরুদ্ধে চোটের জন্য খেলেন নি ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। দু ধাপ নেমে বর্তমানে ৯ নম্বরে রয়েছেন হরমনপ্রীত। ইংল্যান্ড সিরিজে রান পাননি জেমাইমা রডরিগেজ। তাই তিনিও নেমে গিয়েছেন ৬ নম্বরে।
আরও পড়ুন - IND vs AUS: 'গব্বর'-এর সেঞ্চুরিতে মোহালিতে রানের শিখরে টিম ইন্ডিয়া