সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন ক্যাপ্টেন বিরাট কোহলি

Updated By: Aug 25, 2017, 11:22 AM IST
সচিন তেন্ডুলকরকে টপকে গেলেন ক্যাপ্টেন বিরাট কোহলি

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচেও দুর্দান্ত জয় পেল ভারত। ভুবনেশ্বর কুমারের হাফ সেঞ্চুরি এবং মহেন্দ্র সিং ধোনির স্বভাবসিদ্ধ 'কুল' ব্যাটিংয়ের উপর ভর করে শ্রীলঙ্কাকে তিন উইকেটে হারালো ভারত। আর এই জয়ের সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন বিরাট কোহলি টপকে গেলেন, ক্যাপ্টেন সচিন তেন্ডুলকরকে। আপাতত, ৩২টি একদিনের ম্যাচে দেশের অধিনায়কত্ব করে ২৪টি ম্যাচে তিনি জয় পেলেন। সচিন তেন্ডুলকর অধিনায়ক হিসেবে ৭৩টি ম্যাচে ২৩টিতে জয় পেয়েছিলেন।

আরও পড়ুন আরবি টুপির আদলে গড়া হচ্ছে কাতারের আল থুমামা স্টেডিয়াম

ভারতীয় অধিনায়কদের এই তালিকায় বিরাট এখন রয়েছেন পঞ্চম স্থানে। প্রথম স্থানে রয়েছেন মহম্মদ আজাহারউদ্দিন। তিনি ৯০ ম্যাচে জয় পেয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছেন সৌরভ গাঙ্গুলি। তিনি জয় পেয়েছেন ৭৬ ম্যাচে। মহেন্দ্র সিং ধোনি জিতেছেন ৭৪টি ম্যাচে। রাহুল দ্রাবিড় জিতেছেন ৪২টি ম্যাচে এবং অধিনায়ক হিসেবে কপিল দেব জিতেছিলেন ৩৯টি ম্যাচে। এর পরেই থাকলেন বিরাট কোহলি।

আরও পড়ুন  হাজতবাসের শাস্তি হল বিশ্বের অন্যতম সেরা সাইট ব্যাক রবার্টো কার্লোসের

.