রান তাড়া করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় বিরাটের সামনে এখন শুধু দু'জন
![রান তাড়া করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় বিরাটের সামনে এখন শুধু দু'জন রান তাড়া করতে নেমে ব্যক্তিগত সর্বোচ্চ রানের তালিকায় বিরাটের সামনে এখন শুধু দু'জন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/08/21/91379-runtara21-8-17.jpg)
ওয়েব ডেস্ক: বিরাট কোহলি যে কত বড় ব্যাটসম্যান, তা নিয়ে তো বিশেষজ্ঞরা রোজই কত কত কথা বলছেন। সেই, ব্যাটসম্যান বিরাট কোহলির পরিসংখ্যান দেখতে বসলে, তাঁকে আরও বড় ব্যাটসম্যান হিসেবে আবিষ্কার করা যায়। প্রতিদিন মাঠে নামলেই, একের পর এক নতুন রেকর্ড গড়ে চলেছেন ভারতীয় ক্রিকেট দলের ক্যাপ্টেন। ডাম্বুলায় শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে অপরাজিত ৮২ রানের ইনিংস খেলেছেন তিনি।
আরও পড়ুন শ্রীলঙ্কার বিরুদ্ধে রোহিত শর্মার শেষ ১০ ইনিংসের রান দেখলে আপনার চোখ কপালে উঠবে!
এই ৮২ রানের ইনিংস খেলেই বিরাট কোহলি নিজের নাম লিখিয়ে ফেলেছেন, অনেকগুলো গর্বের রেকর্ডে। রান তাড়া করতে নেমে ইতিমধ্যে ৪৫ টি হাফ সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। এই বিষয়ে তাঁর সামনে রয়েছেন শুধু জ্যাক কালিস এবং সচিন তেন্ডুলকর। এছাড়াও ডাম্বুলায় ৮২ রানের দৌলতে বিরাট কোহলি এখন একদিনের ম্যাচে রান তাড়া করতে নেমেও, করে ফেললেন ৪০০০ রান। এই বিষয়েও তিনি বিশ্বের তৃতীয় ক্রিকেটার। একদিনের ম্যাচে রান তাড়া করতে নেমে সবথেকে বেশি রানের মালিক যথারীতি সেই সচিন তেন্ডুলকর। সচিনের রান ৫৪৯০। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন প্রাক্তন অজি অধিনায়ক রিকি পন্টিং। তাঁর রান ৪১৮৬। আর বিরাট কোহলির রান এখন ৪০০১। দেখা যাক, এই তালিকার শীর্ষে পৌঁছতে ভারত অধিনায়ক আর কতদিন সময় নেন।