হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত রেকর্ড, পিছনে ফেললেন কপিল দেবকেও!

Updated By: Aug 13, 2017, 06:22 PM IST
হার্দিক পাণ্ডিয়ার দুর্দান্ত রেকর্ড, পিছনে ফেললেন কপিল দেবকেও!

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে, কেরিয়ারের প্রথম সেঞ্চুরিটা পেলেন হার্দিক পাণ্ডিয়া। জীবনের তৃতীয় টেস্ট সবে। আর তিন নম্বর ইনিংসে ব্যাট করতে নেমেই সেঞ্চুরি! সেটাও কিনা আট নম্বরে ব্যাট করতে নেমে! স্বভাবতই হার্দিক পাণ্ডিয়ায় মুগ্ধ এখন ক্রিকেটবিশ্ব। চলছে পাণ্ডিয়ার প্রশংসা চারদিকে। এসবের মাঝেই আজ একটি অনন্য রেকর্ডও করেছেন দেশের তরুণ এই অলরাউন্ডার।

আরও পড়ুন টেস্টে বিশ্বের এক নম্বর দল ভারত, বিশ্বাসই করেন না ডিন জোন্স

তিনি আজ একটি ওভারে ২৬ রান করেন! হ্যাঁ, টেস্ট ক্রিকেটের ইতিহাসে কোনও ভারতীয় ব্যাটসম্যান আজ পর্যন্ত তাঁর মতো ২৬ রান করতে পারেননি এক ওভারে। এর আগে টেস্টের এক ওভারে কোনও ভারতীয় হিসেবে সবথেকে বেশি রান করার রেকর্ড ছিল কপিল দেব এবং সন্দীপ পাতিলের। দু'জনই এক ওভারে ২৪ রান করে নিয়েছিলেন। রবিবার, হার্দিক ছাপিয়ে গেলেন তাঁদেরও। যদিও, বিশ্বক্রিকেটে এই রেকর্ড ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন ব্যাটসম্যান ব্রায়ান লারার। টেস্টে এক ওভারে ২৮ রান করেছিলেন লারা। হার্দিক তৃতীয় টেস্টের প্রথম ইনিংসের ১১৬তম ওভারে এই বিধ্বংসী ব্যাটিংটা করনে। হতভাগ্য বোলার ছিলেন পুস্পকুমারা।

আরও পড়ুন  ৬ বলে ৬টি উইকেট পেল বোলার, সবকটিই বোল্ড আউট!

.