কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি

Updated By: Aug 25, 2017, 01:33 PM IST
কুমার সাঙ্গাকারার বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেললেন মহেন্দ্র সিং ধোনি

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার কুমার সাঙ্গাকারাকে ছুঁয়েই ফেললেন মহেন্দ্র সিং ধোনি। একদিনের ক্রিকেটে সবথেকে বেশি স্টাম্প করার রেকর্ড এতদিন ছিল সাঙ্গাকারার দখলে। সাঙ্গাকারা মোট ৪০৪ টি একদিনের ম্যাচ খেলে ৯৯টি স্টাম্প আউট করেছিলেন। এবার সেই ৯৯ টি স্টাম্প আউট করার রেকর্ড ছুঁয়ে ফেললেন ধোনি। আর সেটা সাঙ্গাকারার থেকে অনেক কম ম্যাচ খেলেই। মাত্র ২৯৮টি ম্যাচ খেলেই তাঁর এই রেকর্ড।

আরও পড়ুন দেখে নিন পাকিস্তানের বিরুদ্ধে বিশ্ব একাদশ দলে কে কে রয়েছেন

শ্রীলঙ্কার বিরুদ্ধে বৃহস্পতিবার দ্বিতীয় একদিনের ম্যাচ খেলার সময়ই এই রেকর্ড করেন ধোনি। ম্যাচের ১৫ নম্বর ওভারে যজুবেন্দ্র চাহালের বলে গুনতিলকাকে স্টাম্প আউট করেন তিনি। এই ৯৯টি স্টাম্পের মধ্যে ধোনি সবথেকে বেশি ১৯টি স্টাম্প আউট করেছেন হরভজন সিংয়ের বলে। এরপর জাদেজার বলে ১৫টি স্টাম্প আউট করেছেন তিনি। আর অশ্বিনের বলে তিনি স্টাম্প আউট করেছেন ১৪ বার। সাঙ্গাকারার ৯৯ টপকে ১০০ স্টাম্প আউট করার বিশ্বরেকর্ড করা ধোনির কাছে এখন শুধুই সময়ের অপেক্ষা। ক্রিকেটপ্রেমীদের আশা, এই সিরিজেই এককভাবে বিশ্বরেকর্ডের মালিক হয়ে যাবেন তিনি।

আরও পড়ুন  জানেন খেলা ছাড়ার পর কী করবেন মহেন্দ্র সিং ধোনি?

.