সাঙ্গাকারার স্টাম্প আউটের রেকর্ড ছোঁয়ার পর এবার ব্যাট হাতেও রেকর্ড ধোনির

ওয়েব ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেই সাঙ্গাকারার রেকর্ড ছুঁয়ে ফেলেছিলেন তিনি। একদিনের ক্রিকেটে সবথেকে বেশি স্টাম্প আউটের রেকর্ড তার আগে পর্যন্ত ছিল শ্রীলঙ্কার প্রাক্তন উইকেটকিপার কুমারা সাঙ্গাকারার দখলে। ধোনি তাঁর রেকর্ড ছুঁলেন। ফের আরেকবার কুমারা সাঙ্গাকারার রেকর্ড ছুঁলেন ধোনি, সিরিজের তৃতীয় ম্যাচেই। যদিও, এবার আর গ্লাভস হাতে নয়। ধোনি রেকর্ড গড়লেন ব্যাট হাতেই।

আরও পড়ুন টেস্ট ক্রিকেটের দুর্দান্ত রেকর্ডের সঙ্গে নাম জুড়লেন শাকিব আল হাসান

শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে অপরাজিত ৬৭ রানের ইনিংস খেলেছিলেন মাহি। এটা ছিল, একদিনের ক্রিকেটে তাঁর ৬৫ তম হাফ সেঞ্চুরি। যার মধ্যে ১৮টি হাফ সেঞ্চুরিই ধোনি করেছেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। কোনও একটি দেশের বিপক্ষে সর্বোচ্চ ১৮টি হাফ সেঞ্চুরি করার রেকর্ড এতদিন ছিল শ্রীলঙ্কারই কুমারা সাঙ্গাকারার দখলে। তিনিও ১৮টি হাফ সেঞ্চুরি করেছেন ভারতের বিরুদ্ধে। এবার সেই রেকর্ড ছুঁয়ে ফেললেন ধোনিও।

আরও পড়ুন  জাতীয় ক্রীড়া দিবসে জেনে নিন হকির জাদুকর ধ্যানচাঁদের সম্পর্কে কিছু তথ্য

English Title: 
SL vs IND: MS Dhoni equals world record for most half-centuries by wicketkeepers against an opposition in ODIs
News Source: 
Home Title: 

সাঙ্গাকারার স্টাম্প আউটের রেকর্ড ছোঁয়ার পর এবার ব্যাট হাতেও রেকর্ড ধোনির

সাঙ্গাকারার স্টাম্প আউটের রেকর্ড ছোঁয়ার পর এবার ব্যাট হাতেও রেকর্ড ধোনির
Yes
Is Blog?: 
No
Section: