২০১১ সালে বিশ্বকাপ ফাইনাল বিক্রির অভিযোগ উড়িয়ে দিলেন দুই লঙ্কা অধিনায়ক
অতুলগামাগেকে এবার পাল্টা দিলেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার।
নিজস্ব প্রতিবেদন: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। কলোম্বোয় একটি টিভি চ্যানেলে গড়াপেটার এমনই গুরুতর অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কার প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগে। তারপরেই শোরগোল পড়ে যায়। অতুলগামাগেকে এবার পাল্টা দিলেন ২০১১ বিশ্বকাপ ফাইনালে খেলা শ্রীলঙ্কার দুই ক্রিকেটার। একজন ২০১১ বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন সেই কুমার সাঙ্গাকারা আর অন্যজন হলেন মাহেলা জয়বর্ধনে।
দুই প্রাক্তন অধিনায়কই মাহিন্দানান্দা অতুলগামাগের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কুমার সাঙ্গাকারা বলেন, "ওঁনার যাবতীয় তথ্য আইসিসি-র দূর্নীতিদমন শাখার হাতে তুলে দেওয়া উচিত্। যাতে সবকিছুর তদন্ত হয়।" অন্যদিকে মাহেলা জয়বর্ধনে বলেন, " নির্বাচন কি এসে গেছে, তাই এই সার্কাস!"
শ্রীলঙ্কার সিরাসা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে মাহিন্দানান্দা অতুলগামাগে বলেন, "সে দিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। আমি তখন নিজে ছিলাম এই দেশের ক্রীড়ামন্ত্রী। আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল। আসলে সেই সময় আমি এই সব তথ্য ফাঁস করতে চাইনি।"
আরও পড়ুন - আত্মহত্যার কথা ভেবেছিলেন শামিও! মানসিক অবসাদ কাটিয়ে কীভাবে স্বাভাবিক জীবনে ফিরলেন?