পাকিস্তানকে হারিয়ে ফাইনালে শ্রীলঙ্কা
প্রেমদাসার মন্থর পিচে ১৪০ রানের লক্ষ্য স্থির করে প্রথমেই খানিকটা অ্যাডভান্টেজ পেয়েছিল শ্রীলঙ্কা। কুড়ি ওভারের বিশ্বকাপে পাকিস্তানকে নিকেষ করতে শেষ লগ্নে বাজিমাত করলেন লাসিথ মালঙ্গা এবং অজন্তা মেন্ডিস।
প্রেমদাসার মন্থর পিচে ১৪০ রানের লক্ষ্য স্থির করে প্রথমেই খানিকটা অ্যাডভান্টেজ পেয়েছিল শ্রীলঙ্কা। কুড়ি ওভারের বিশ্বকাপে পাকিস্তানকে নিকেষ করতে শেষ লগ্নে বাজিমাত করলেন লাসিথ মালঙ্গা এবং অজন্তা মেন্ডিস।
শেষ তিন ওভারে ৩২ রান করলেই ফাইনালের দরজা খুলে যেত পাকিস্তানের। টি-টোয়েন্টির নিরিখে তেমন অসাধ্য কিছু নয়। ঠিক এমন সমইয়েই মেন্ডিস ও মালিঙ্গা পরপর দুটি ওভারে প্রথমে ৫ ও পরে ৪ রান দেন। ফলে শেষ ওভারে রানের অঙ্কটা বেড়ে দাঁড়ায় ২৩। বিশতম ওভারে কুলসেকরা ৭ রান দিয়েও পাকিস্তানের পতন নিশ্চিত করে ফেলেন। ষোল রানে জিতে ফাইনালে ওঠে শ্রীলঙ্কা।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। নির্ধারিত কুড়ি ওভারে চার উইকেট হারিয়ে ১৩৯ রান করে তাঁরা। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪২ রান করেন অধিনায়ক জয়বর্ধনে। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার স্পিনারদের সামনে কার্যত আত্মসমর্পণ করে পাকিস্তান। কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে ১২৩ রান তোলেন হাফিজরা। শ্রীলঙ্কার পক্ষে তিনটি উইকেট নিয়েছেন রাঙ্গানা হেরাথ।