সিএবি-র নকআউট টুর্নামেন্টে ৬ বলে ৬টা ছক্কা হাঁকালেন ভবানীপুরের ব্যাটসম্যান

সিএবি-র লিগে রানের বন্যা। ৬ বলে ছটা ছক্কা মারলেন প্রসেনজিত্ দাস। 

Updated By: Dec 17, 2017, 06:50 PM IST
সিএবি-র নকআউট টুর্নামেন্টে ৬ বলে ৬টা ছক্কা হাঁকালেন ভবানীপুরের ব্যাটসম্যান

নিজস্ব প্রতিবেদন: দিন কয়েক আগে স্থানীয় ক্রিকেট লিগে ছয় বলে ৬টি ছক্কা হাঁকিয়েছিলেন রবীন্দ্র জাডেজা। এবার সিএবি-র সিনিয়র নক আউট টুর্নামেন্টের গ্রুপ পর্যায়ের ম্যাচে ছটি ছক্কা হাঁকালেন প্রসেনজিত্ দাস। 

কালীঘাট মাঠে ছিল ভবানীপুরের বনাম নেতাজি সুভাষ ইনস্টিটিউটের ম্যাচ। ওই ম্যাচেই ভবানীপুরের হয়ে ব্যাট করতে নেমে ছক্কার ফুলঝুরি ছোটান প্রসেনজিত্। ৬১ বলে ৯৬ রানে করে অপরাজিত থাকেন তিনি।

আরও পড়ুন- পাকিস্তানে গুগল সার্চে জনপ্রিয় ক্রিকেটার বিরাট কোহলি

৩৮ ওভারে ৪ উইকেট হারিয়ে ভবানীপুর তোলে ২৯৩। বড় রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১০৯ রানে অলআউট হয়ে যায় এনএসআই। ১৮৪ রানে ম্যাচ জেতে ভবানীপুর। দক্ষিণ আফ্রিকায় টিটোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ছ বলে ছক্কা হাঁকিয়েছিলেন যুবরাজ সিং। সেই ছবি এখনও ভারতীয় ক্রিকেটভক্তদের স্মৃতিতে। রবি শাস্ত্রী ও হার্শেল গিবসের দখলেও রয়েছে এহেন রেকর্ড। 

.