বলুন তো হাসিম আমলা আর শিখর ধাওয়ানের মিল কোথায়?
বলুন তো দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা আর ভারতের শিখর ধাওয়ানের মিল কোথায়?
Updated By: Oct 22, 2015, 08:37 PM IST
ওয়েব ডেস্ক: বলুন তো দক্ষিণ আফ্রিকার হাসিম আমলা আর ভারতের শিখর ধাওয়ানের মিল কোথায়?
কী বললেন, দুজনই ওপেনার? ঠিক কথা। আবার কী বললেন? দুজনেরই মাথায় চুল নেই! হ্যাঁ এটাও খানিকটা ঠিক। আর কে কী বলছেন?
কিন্তু আরও একটা মিল দেখা যাচ্ছে ২০১৫-র এই গান্ধী-ম্যান্ডেলা সিরিজে।
দুজনেরই ব্যাটে রান নেই। এবং চারটে করে ম্যাচ খেলার পর দুজনেরই রান ৬৬! কাকতালীয় হলেও এটাই সত্যি! এত বড় সত্যি যে দুজনের পিছনেই ফিসফাস শুরু হয়ে গিয়েছে। এভাবে আর কতদিন! রান না পেলে ওসব আমলা-শিকাকাই ধুয়ে কি জল খাবে প্রোটিওরা? নাকি নিচে থেকেও শিখরে উঠেছি, শিখরে উঠেছি বলে চেঁচাবে ভারতীয়রা!
আমলা আর ধাওয়ান কি ইদানিং মেলামেশা করছেন বেশি! গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। এই ছোঁয়াচে রোগটা লাগল কীভাবে ওঁদের!