দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের নেতৃত্বে ঋদ্ধিমান

ঋদ্ধি-উমেশ-কুলদীপ তিনজনেই ক্যারিবিয়ান সফরে টেস্ট স্কোয়াডে থাকলেও একটিও টেস্টে খেলার সুযোগ পাননি।

Updated By: Sep 2, 2019, 03:48 PM IST
দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের নেতৃত্বে ঋদ্ধিমান

নিজস্ব প্রতিবেদন : ওয়েস্ট ইন্ডিজে দুই টেস্টের সিরিজে স্কোয়াডে থাকলেও প্রথম একাদশে জায়গা হয়নি উইকেটকিপার ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার। কিন্তু দক্ষিণ আফ্রিকা-এ দলের বিরুদ্ধে ভারতীয়-এ দলের নেতৃত্বে বাংলার ঋদ্ধিমান সাহা।

 

ভারতীয়-এ দলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা-এ দল দুটি চার দিনের ম্যাচ খেলবে। ৯ সেপ্টেম্বর থেকে প্রথম ম্যাচ তিরুবনন্তপুরমে আর ১৭ সেপ্টেম্বর থেকে দ্বিতীয় ম্যাচটি হবে মাইসোরে। দুটি ম্যাচের জন্য দুটি আলাদা আলাদা দল বেছে নিয়েছেম নির্বাচক কমিটি। প্রথম ম্যাচে ভারতীয়-এ দলের নেতৃত্বে থাকছেন শুভমান গিল। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভারতীয়-এ দলের নেতৃত্বে বাংলার ঋদ্ধিমান সাহা।

আরও পড়ুন - আফ্রিদিকে টপকে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড মালিঙ্গার

ঋদ্ধিমান ছাড়াও বাংলার অভিমন্যু ঈশ্বরণ দ্বিতীয় ম্যাচে সুযোগ পেয়েছেন। ভারতীয়-এ দলের হয়ে খেলতে দেখা যাবে উমেশ যাদব, কুলদীপ যাদবকেও। ঋদ্ধি-উমেশ-কুলদীপ তিনজনেই ক্যারিবিয়ান সফরে টেস্ট স্কোয়াডে থাকলেও একটিও টেস্টে খেলার সুযোগ পাননি। তাই দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচের মধ্যে রাখতে চান নির্বাচকরা।   

 

.