Shooting: পিস্তলে বিস্ফোরণ! অনুশীলন করতে গিয়ে আঙুল উড়ে গেল শ্যুটারের...

জানা গিয়েছে, ওই শ্য়ুটারের নাম  পুষ্পেন্দ্র কুমার। তাঁর ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তল। এবছর জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভোপালে। আর কয়েকদিনের মধ্যে ভোপালে যাওয়ার কথা ছিল পুষ্পেন্দ্রেরও। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি।

Updated By: Dec 4, 2023, 11:13 PM IST
Shooting: পিস্তলে বিস্ফোরণ! অনুশীলন করতে গিয়ে আঙুল উড়ে গেল শ্যুটারের...

জি ২৪ ঘণ্ট ডিজিটাল ব্যুরো: হাতে আর বেশি সময় নেই। জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য অনুশীলনে ব্যস্ত ছিলেন। আচমকাই পিস্তলের বিস্ফোরণ! বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে গেল শ্যুটারের। দুর্ঘটনা ঘটল দিল্লির কার্নি সিংহ রেঞ্জে।

আরও পড়ুন:  BJP: 'সনাতন ধর্মকে অপমান...' মোদী-শাহর নাম করেই বিস্ফোরক প্রাক্তন ক্রিকেটার

জানা গিয়েছে, ওই শ্য়ুটারের নাম  পুষ্পেন্দ্র কুমার। তাঁর ইভেন্ট ১০ মিটার এয়ার পিস্তল। এবছর জাতীয় শ্যুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভোপালে। আর কয়েকদিনের মধ্যে ভোপালে যাওয়ার কথা ছিল পুষ্পেন্দ্রেরও। কিন্তু তার আগেই ঘটল বিপত্তি।

শনিবার সন্ধ্যায় দিল্লির কার্নি সিংহ রেঞ্জে অনুশীলন করছিলেন পুষ্পেন্দ্র। অনুশীলনের ফাঁকেই পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিলেন তিনি। তখন হঠাৎ-ই পিস্তলের সিলিন্ডারে বিস্ফোরণে ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে, বাঁ হাতের বুড়ো আঙুল উড়ে যায় ওই শ্যুটারের। গুরুতর আহত অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। পুষ্পেন্দ্র পেশায় বিমানবাহিনীর কর্পোরাল। সেনাবাহিনীর হাসপাতালে বাহিনীর হাসপাতালেই ভর্তি তিনি।

কীভাবে দুর্ঘটনা? নাম প্রকাশের অনিচ্ছুক এক শ্যুটিং কোচ জানিয়েছেন, ‘মূল সিলিন্ডার থেকে পিস্তলের সিলিন্ডারে গ্যাস ভরছিল পুষ্পেন্দ্র। সম্ভবত পিস্তলের সিলিন্ডারে গ্যাসের চাপ বেশি হয়ে গিয়েছিল'। চোট গুরুতর। তবে  অস্ত্রোপচারের সাহায্যে আঙুল ৯০ থেকে ৯৫ শতাংশ স্বাভাবিক করে দেওয়া সম্ভব বলে আশা প্রকাশ করেছেন তিনি।  

আরও পড়ুন:  Virat Kohli: বিরাট নিজেই রেস্তোরাঁ মালিক, তবে লন্ডনের এই ঠেক প্রিয়, কোথায় সারলেন ভোজ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.