বিরাটকে টপকে গেলেন দেশের 'জামাই'

বিরাট দুই ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ন'রান।

Updated By: Jul 2, 2018, 02:45 PM IST
বিরাটকে টপকে গেলেন দেশের 'জামাই'

নিজস্ব প্রতিনিধি : তিন নম্বরে থাকার কথা ছিল বিরাট কোহলির। কিন্তু তিনে উঠে এলেন দেশের 'জামাই' শোয়েব মালিক। 

আরও পড়ুন-  সচিন নন, আইসিসি-র 'হল অব ফেম'-এ জায়গা করে নিলেন এই ভারতীয়

টি-২০ ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী এখন টেনিস সুন্দরী সানিয়া মির্জার বর। আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৭ রান করতে পারলে শোয়েবের জায়গায় বিরাট থাকতে পারতেন। কিন্তু বিরাট দুই ম্যাচ মিলিয়ে করেছেন মাত্র ন'রান। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে নামার আগে শোয়েবের রান ছিল ১৯৮৯। জিম্বাবোয়ের বিরুদ্ধে তিনি অপরাজিত ৩৭ রান করে ক্রিকেটের ছোট ফরম্যাটে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রকারী হলেন। 

আরও পড়ুন-  দু'বছরের শিশুর ক্রিকেট প্রতিভায় মুগ্ধ সচিন তেণ্ডুলকর

টি-২০ ফরম্যাটে সর্বোচ্চ রান রয়েছে নিউজিল্যান্ডের মার্টিন গুপতিলের। তাঁর রান ২২৭১। দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ব্রেন্ডন ম্যাকালাম (২১৪০)। তিনে আপাতত রয়েছেন শোয়েব মালিক। আগামীকাল ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-২০ খেলতে নামবে ভারতে। সেখানে অবশ্য শোয়েবকে টপকে যাওয়ার সুযোর রয়েছে বিরাট কোহলির সামনে।

.