IND vs PAK, Shoaib Akhtar: পিসিবি-র উল্টো সুর গেয়ে কোথায় এশিয়া কাপের দাবি করলেন 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস'?
এশিয়া কাপ নিয়ে শোয়েবের এই মন্তব্য সম্পূর্ণ পাক বোর্ডের অবস্থানের বিরোধী। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের দাবি হল, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া সম্ভব নয়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজন নিয়ে বিসিসিআই (BCCI) এবং পিসিবির (PCB) মধ্যে বিবাদ চরমে। এখনও পর্যন্ত বেরিয়ে আসেনি সমাধানসূত্র। এমন পরিস্থিতিতে পিসিবি-র উল্টো সুর গেয়ে বিকল্প ভেন্যুর সন্ধান দিয়ে দিলেন শোয়েব আখতার (Shoaib Akhtar)। শোয়েবের দাবি, এশিয়া কাপ পাকিস্তানে হোক সেটা তিনিও চান। কিন্তু ভারত যদি নিতান্তই খেলতে না চায় তাহলে বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় (Sri Lanka) এই টুর্নামেন্টের আয়োজন করা যেতে পারে।
রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলেছেন, "এশিয়া কাপ পাকিস্তানে না হলে বিশেষ ক্ষতি নেই। কিন্তু সেই মেগা টুর্নামেন্টে ভারতকে দেখতে চাই।" তিনি ফের যোগ করেছেন, "ভারত থেকে তিনি প্রচুর ভালবাসা পেয়েছি। তাই ভারতের খেলা দেখতে চাই। এশিয়া কাপ বা বিশ্বকাপের মতো মেগা টুর্নামেন্টের ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজন করা হলে সবার আগ্রহ বাড়বে।"
আরও পড়ুন: Hardik Pandya: কবে টেস্টে কামব্যাক করবেন? বড় আপডেট দিলেন হার্দিক
এশিয়া কাপ নিয়ে শোয়েবের এই মন্তব্য সম্পূর্ণ পাক বোর্ডের অবস্থানের বিরোধী। বিসিসিআই-এর শীর্ষ আধিকারিকদের দাবি হল, পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাওয়া সম্ভব নয়। প্রতিবেশী দেশে যেতে অস্বীকার করায় বহু প্রাক্তন পাক তারকাই বিসিসিআইকে তুলোধোনা করছেন। সেখানে শোয়েব কার্যত ঘুরিয়ে ভারতের পাশেই দাঁড়ালেন। তিনি সাফ বলে দিচ্ছেন, পাকিস্তানে যদি এশিয়া কাপ নাও হয়, তাহলে বিকল্প ভেন্যু হিসাবে শ্রীলঙ্কায় খেলা হোক।
যদিও এশিয়া কাপ আয়োজন নিয়ে বিতর্ক অব্যাহত। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকের পর শোনা গিয়েছে, পাকিস্তান থেকে সরছে ৫০ ওভারের এই প্রতিযোগিতা। যদিও বিকল্প ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। একদিকে যেমন ভারতীয় বোর্ড পাকিস্তানে দল পাঠাতে নারাজ, তেমনই পাক ক্রিকেট বোর্ডের পালটা হুঁশিয়ারি, ভারত যদি পাক সফরে না আসে, তাহলে বাবর আজমদেরও ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতে পাঠানো হবে না। পাক বোর্ড এখনও নিজেদের অবস্থানে অনড়, ভারত খেলতে না গেলে তারাও ভারতে বিশ্বকাপ খেলতে দল পাঠাবে না।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)