MS Dhoni: 'উত্তেজনায়...'! ক্রিকেটারের সুন্দরী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ধোনির সঙ্গে, তুঙ্গে চর্চা

Shivam Dubes Wife Anjum Khan Pens Down Emotional Note For MS Dhoni: মহেন্দ্র সিং ধোনির কে না ভক্ত! বারবার সেই প্রমাণ মেলে। এবার ধোনির সতীর্থের স্ত্রী বলে ফেললেন বড় কথা।

Updated By: Apr 21, 2024, 05:32 PM IST
MS Dhoni: 'উত্তেজনায়...'! ক্রিকেটারের সুন্দরী স্ত্রীর অন্তরঙ্গ ছবি ধোনির সঙ্গে, তুঙ্গে চর্চা
ধোনির সঙ্গে অঞ্জুমের পোস্ট ভাইরাল!

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: কে বলবে এমএস ধোনির (MS Dhoni) বয়স ৪২! কে বলবে পাঁচ বছর আগে তিনি আন্তর্জাতিক ক্রিকেটের পাট চুকিয়ে ফেলেছেন। অবসরে শুধু খেলেনে টেনিস-গল্ফ। আর পেশাদার ক্রিকেট বলতে আইপিএল (IPL)। এহেন কিংবদন্তিই চলতি আইপিএলে প্রতিনিয়ত ধরে ধরে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরিয়ে দিচ্ছেন। নেটে বোলারদের নামিয়ে আনছেন ক্লাবস্তরে। কখনও ধোনি বাজ পাখির মতো ছোঁ মেরে ক্য়াচ নিয়ে লাইমলাইট কেড়ে নিচ্ছেন! তো কখনও পরপর তিন বলে তিন ছক্কা ওড়াচ্ছেন...! রোজ পাগল করা ইনিংস খেলছেন মাহি। টাইমমেশিনে চাপিয়ে ফ্য়ানদের অন্য় জগতে পাঠিয়ে দিচ্ছেন। এহেন ধোনির অন্ধভক্ত শিবম দুবের (Shivam Dube) স্ত্রী অঞ্জুম খান (Shivam Dube)। সিএসকে স্টার শিবম ও ধোনির সঙ্গে অন্তরঙ্গ ছবি পোস্ট করে আবেগি চিঠি লিখলেন অঞ্জুম। ভাইরাল হয়ে গেল তাঁর পোস্ট।

আরও পড়ুন: Karnataka's Nandini Dairy | T20 World Cup 2024: 'নন্দিনী'র দুধেই বিশ্বকাপে চাঙ্গা হবেন আইরিশ-স্কটিশরা!

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

 

অঞ্জুম লেখেন, 'আলহামদুলিল্লাহ... ধোনি নামটি আমি খবরের চ্য়ানেলে শুনেছিলাম। তবে যখন উনি ভারতীয় দলের অধিনায়ক হলেন, ঠিক তবে থেকে আমি পুরোপুরি ভাবে ক্রিকেট দেখা শুরু করি। ভারতের একটি ম্য়াচও দেখা বাদ দিইনি। আমার কাছে ধোনি মানে ক্রিকেট এবং ক্রিকেট মানে ধোনি, মার্জনা করবেন, আমার ধোনি স্য়র বলা উচিত। এই সম্মান উনি পেয়েছেন। এমনকী বাচ্চারাও ওকে মাহি ধোনি বা থালা বলে ডাকে। উনি আবেগ। আমি এখনও সেই আবেগ থেকে বেরিয়ে আসতে পারিনি। আসলে সময় এত দ্রুত উড়ে যায়। তাঁকে দেখে আমার পুরো শৈশব চোখের সামনে চলে এল। আর আজও ধোনিকে দেখলে, আমার মুখ থেকে একটি শব্দও বেরিয়ে আসে না। এতটাই উত্তেজিত হয়ে পড়ি। যেমনটা টিভিতে ওঁর ম্য়াচ দেখে হতাম। আমার ছোটবেলার মাহি আজও এক আছে। পুরো দল আউট হয়ে গেলেও, মাহি ম্য়াচ জিতিয়ে দেবেন। কিছুই হবে না। আমরা জিতে যাব। যদি কখনও জলদি আউট হয়ে যায়, তাহলে মাহি তো মাহিই থাকবে।' মাহি যে কবে একজন ক্রিকেটার থেকে কোটি কোটি মানুষের আবেগ হয়ে গেলেন, তার হয়তো কোনও ইতিহাস নেই। তবে এই মানুষটির জন্য় মানুষের উন্মাদনার কোনও অন্ত নেই। 

 আরও পড়ুন: Hardik Pandya | BCCI: বেহিসেবি হওয়ার পরিণাম পেলেন হাতেনাতে, বোর্ডের চরম শিক্ষায় ঘুম ভাঙল হার্দিকের!

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.