বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা তোলার সমর্থন ধাওয়ানের
জেএনইউ-এর ঘটনায় দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার হয়েছে ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। পড়ুয়াদের মনে দেশের প্রতি প্রেম জাগাতে দেশের ৪৬টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলিতে ২০৭ ফুট উচ্চতার জাতীয় পতাকা তোলার সিদ্ধান্ত সমর্থন করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান।
ওয়েব ডেস্ক: জেএনইউ-এর ঘটনায় দেশদ্রোহীতার অভিযোগে গ্রেফতার হয়েছে ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমার। পড়ুয়াদের মনে দেশের প্রতি প্রেম জাগাতে দেশের ৪৬টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলিতে ২০৭ ফুট উচ্চতার জাতীয় পতাকা তোলার সিদ্ধান্ত সমর্থন করলেন ভারতীয় ক্রিকেটার শিখর ধাওয়ান।
পড়ুন কানহাইয়া কুমারের নাম লেখা টি-শার্ট ঘিরে বিতর্ক
প্রসঙ্গত, ভারতীয় ব্যাটসম্যান জানিয়েছেন যে, দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিতে জাতীয় পতাকা থাকাটা বাঞ্ছনীয়। ছাত্রছাত্রীরা প্রত্যেকদিন সেটা দেখলে হয়তো তাদের মনে দেশের প্রতি কর্তব্যের ইচ্ছা জেগে উঠতে পারে। এছাড়া যদি অন্যভাবেও ভাবা যায়, তাহলে দেখা যাবে যে বিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় সব জায়গাতেই জাতীয় পতাকা থাকলে তা তাদেরই মান বাড়াবে।
পড়ুন পোস্টার ছেঁড়ার নামে কার্যত ভাঙচুর চলল যাদবপুর ক্যাম্পাসে
গতকালই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী স্মৃতি ইরানি বৈঠকে জানিয়েছিলেন যে, প্রত্যেকটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়কে নিজের নিজের ক্যাম্পাসে ২০৭ ফুট লম্বা জাতীয় পতাকা তুলতেই হবে। আর প্রথম পতাকা তোলা হবে জেএনইউ-য়েই। প্রসঙ্গে ধাওয়ান আরও জানিয়েছেন, জাতীয় সঙ্গীত যখন বাজে, আমরা তখন নিজে থেকেই উঠে দাঁড়াই। কাউকে বলে দিতে হয় না। এটা আমাদের একটা স্বভাবের মধ্যেই পড়ে গিয়েছে। দেশের নাগরিক হিসেবে দেশকে সম্মান দেওয়ার জন্য এটা খুবই দরকার। আজকাল নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম বড়ই কমে গিয়েছে। এটাকে ফিরিয়ে আনার জন্য এই সমস্ত পদক্ষেপগুলি নেওয়া খুবই প্রয়োজন।