বাংলাদেশ সফরে ভারত: বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ -LIVE SCORE
বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন বিরাট।
Updated By: Jun 10, 2015, 12:45 PM IST
![বাংলাদেশ সফরে ভারত: বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ -LIVE SCORE বাংলাদেশ সফরে ভারত: বৃষ্টির জন্য বন্ধ ম্যাচ -LIVE SCORE](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2015/06/10/38866-2indbng.jpg)
ওয়েব ডেস্ক: বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট ম্যাচে টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ক্যাপ্টেন বিরাট।
ভারতের প্রথম একাদশ:
বিরাট কোহলি, মুরলী বিজয়, শিখর ধাওয়ান, অজিঙ্কে রাহানে, রোহিত শর্মা, ঋধ্বিমান সাহা, আর অশ্বিন, হরভজন সিং, উমেশ যাদব, বরুন অরুণ, ইশান্ত শর্মা।
ডোলে জায়গা পাননি চেতশ্বর পূজারা, ভুবনেশ্বর কুমার।
বাংলাদেশ প্রথম একাদশ:
মুশফিকর রহিম, তামিম ইকবাল, ইমরুল, কায়েস, মমিনুল হক, সাকিব-আল-হাসান, সৌম্য সরকার, লিটন দাস, শুভাগত সোম, তাইজুল ইসলাম, মহাম্মদ শহীদ, জুবাইর হোসেন।
বাংলাদেশের হয়ে টেস্ট ডেবিউ করছেন বাংলাদেশের নূতন উইকেট রক্ষক লিটন দাস।