সুযোগের ফায়দা তুলে শিখরের শতরান, রাহানের দাপট, ভারতের প্রোটিয়া বধ-LIVE UPDATE

Updated By: Feb 22, 2015, 04:51 PM IST
সুযোগের ফায়দা তুলে শিখরের শতরান, রাহানের দাপট, ভারতের প্রোটিয়া বধ-LIVE UPDATE

মেলবোর্নে বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৩০৭ রান তুলল ভারত।  এমসিজিতে দর্শক ঠাসা মাঠে দুরন্ত শতরান করলেন শিখর ধাওয়ান, দুরন্ত ইনিংস খেললেন আজিঙ্কা রাহানে। বেশ কয়েকটি সুযোগ দিলেও ধাওয়ানের এই ইনিংসটা ভারতকে শক্ত জমিতে দাঁড় করায়। 

.