আমার দু'টো ছক্কা নয়; শামির শেষ ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট: রোহিত শর্মা

কুড়িতম ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৯ রান। কিন্তু সামি দেন মাত্র আট রান।

Updated By: Jan 30, 2020, 09:25 AM IST
আমার দু'টো ছক্কা নয়; শামির শেষ ওভারটাই ম্যাচের টার্নিং পয়েন্ট: রোহিত শর্মা

নিজস্ব প্রতিবেদন: কেরিয়ারে প্রথম সুপার ওভারে ব্যাট করতে নেমেই দলকে জিতিয়েছেন রোহিত শর্মা। শেষ দুটো বলে পরপর ছয় মেরে বাজিমাত করেছেন হিটম্যান। ম্যাচের সেরা রোহিত অবশ্য মনে করেন সামির শেষ ওভারই ম্যাচের রঙ বদলে দেয়।

সুপার ওভারে রোহিতের জোড়া ছয় হ্যামিলটনে নাটকীয় জয় এনে দিয়েছে টিম ইন্ডিয়া। জয়ের নায়ক হিটম্যান মনে করছেন ম্যাচের শেষ ওভারে সামির দুরন্ত বোলিংই  ম্যাচের টার্নিং পয়েন্ট। কুড়িতম ওভারে জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ছিল ৯ রান। কিন্তু সামি দেন মাত্র আট রান। যার জেরেই ম্যাচ গড়ায় সুপার ওভারে।

 ম্যাচের সেরা রোহিত শর্মা সাংবাদিক সম্মেলনে বলেন, " আমার মনে হয় মহম্মদ শামির শেষ ওভার অনেক বেশি গুরুত্বপূর্ণ।  আর ওটাই আমাদের জয় এনে দিয়েছে। আমার দুটো ছক্কা নয়। অবশ্যই শামির শেষ ওভার- কারণ শামি ৯ রান ডিফেন্ড করেছে। আর শিশিরও ছিল তখন। " পাশাপাশি রোহিত আরও বলেন, "নিউ জিল্যান্ডের দুই জন ব্যাটসম্যান ক্রিজে সেট হয়েছিল। একজন ৯৫ রানে ব্যাট করছিলেন। আর উইকেটের অন্য দিকে দলের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটারটি ছিলেন। শামিকে হ্যাটস অফ!! ও যেভাবে বল করেছে তাতেই ম্যাচ গড়ায় সুপার ওভারে। "

আরও পড়ুন - নতুন মাইলস্টোনের মালিক রোহিত শর্মা! সচিন-গাভাসকরের এলিট ক্লাবে এন্ট্রি 'হিটম্যান'-এর

 

.