বিশ্ব ক্রিকেটে কালো দিন

স্পটফিক্সিং কান্ডে জেল হল তিন পাক ক্রিকেটার সলমন বাট,মহম্মদ আসিফ এবং মহম্মদ আমের। বাটের আড়াই বছর, আসিফের এক বছর এবং আমেরের ছয় মাস জেল হয়েছে। বুকি মাজহার মজিদকেও দু বছর আট মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

Updated By: Nov 3, 2011, 05:21 PM IST

স্পটফিক্সিং কান্ডে জেল হল তিন পাক ক্রিকেটার সলমন বাট,মহম্মদ আসিফ এবং মহম্মদ আমের। বাটের আড়াই বছর, আসিফের এক বছর এবং আমেরের ছয় মাস জেল হয়েছে। বুকি মাজহার মজিদকেও দু বছর আট মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।এছাড়া জরিমানাও করা হয়েছে তিন ক্রিকেটারকে। বাটের তিরিশ হাজার নশো সাঁইত্রিশ পাউন্ড, আসিফের নয় হাজার তিনশো উননব্বই পাউন্ড এবং আমেরের আট হাজার এখস কুড়ি পাউন্ড জরিমানা হয়েছে। গত বছর অগাস্ট মাসে লর্ডস টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে স্পট ফিক্সিংয়ের জন্য লন্ডন আদালতে দোষী সাব্যস্ত করেছিল তিন পাক ক্রিকেটারকে। এই প্রথম আদালতে দোষী সাব্যস্ত হলেন কোনও ক্রিকেটার । গত বছর স্পট ফিক্সিং কান্ডে অভিযুক্ত হয়েছিলেন তিন পাক ক্রিকেটার সলমন বাট,মহম্মদ আসিফ ও মহম্মদ আমের। তারপর একবছর ধরে শুনানি চলে। তিন ক্রিকেটারই আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।তবে বিচারপতি জানিয়েছেন ব্যবহার ভাল থাকলে তিন ক্রিকেটারই অর্ধেক মেয়াদের পরই ছাড়া পেয়ে যেতে পারেন।

.