করোনা বিষয়ে স্বচ্ছতা বজায় রেখেছে চিন; জিনপিং-এর মন্তব্যে বেজায় চটেছেন হরভজন
চিন হল করোনাভাইরাসের আঁতুড়ঘর। চিন থেকেই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে।
নিজস্ব প্রতিবেদন: করোনা বিষয়ে সব দিক থেকেই স্বচ্ছতা বজায় রেখেছে চিন। সব তথ্য সঠিকভাবে দেশের নাগরিকদের সামনে তুলে ধরা হয়েছে- সম্প্রতি এমনই দাবি করেছিলেন চিনের প্রেসিডেন্ট জিনপিং। আর জিনপিংয়ের এমন মন্তব্যে বেজায় চটেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিং। রীতিমতো টুইট করে জিনপিংয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন ভাজ্জি।
চিন হল করোনাভাইরাসের আঁতুড়ঘর। চিন থেকেই মারণ ভাইরাস ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। রেহাই পায়নি কেউই। আর এই নিয়ে একাধিকবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কটাক্ষের মুখে পড়তে হয়েছে জিনপিংকে। কিন্তু সে সব কথা কানে তোলেননি চিনা প্রেসিডেন্ট। সারা বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ইতিমধ্যেই ২ কোটি ৭৭ লক্ষ ছাড়িয়েছে। এই ভাইরাসে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৯ লক্ষ ২ হাজার ১৩০ জনের। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। মারণ ভাইরাসের সংক্রমণ জোর ধাক্কা দিয়েছে বিশ্ব অর্থনীতিকেও।
Yes china you are watching this openly while whole world is suffering from this after spreading shame on you https://t.co/0Tq7kOZXFF
— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 9, 2020
জিনপিংয়ের খবর শেয়ার করে হরভজন সিং টুইট করে তোপ দেগেছেন। ভাজ্জি লিখেছেন, হ্যাঁ গোটা বিশ্ব যখন এই সংক্রমণে ভুগছে, তখন চিন চোখ খুলে ভালো করে দেখছে। আপনার লজ্জা হওয়া উচিত (এমন মন্তব্য করার জন্য)!
আরও পড়ুন - বাকি ১৮০০ টাকা! কোনও টাকা বকেয়া নেই ধোনির, বিতর্কে জল ঢালল JSCA