ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন শাকিব-মুশফিকুর-মাশরফিরা

ধর্ষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা বাংলাদেশ।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Oct 7, 2020, 09:44 PM IST
ধর্ষণের বিরুদ্ধে গর্জে উঠলেন শাকিব-মুশফিকুর-মাশরফিরা
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন: নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে নিপীড়নের ঘটনা হোক কিংবা সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে মহিলাকে আটকে রেখে গণধর্ষণ- সহ্যের বাঁধ ভেঙেছে সবার। ধর্ষণের বিরুদ্ধে ফুঁসে উঠেছে গোটা বাংলাদেশ। ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশকে জেগে উঠতে বললেন মুশফিকুর রহিম। ধর্ষণের বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিলেন শাকিব আল হাসান। মাশরাফি মোর্তাজা বললেন, ধর্ষকরা কুৎসিত, ঘৃণ্য মানসিকতার।

নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে এবার সোচ্চার হলেন শাকিব আল হাসান। ফেসবুক পোস্টে নৈতিকতার এই অবক্ষয় বন্ধ করতে সবাইকে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

 

I am the son of a wonderful woman, husband to a wonderful woman, brother to a wonderful woman and the father of two...

Posted by Shakib Al Hasan on Tuesday, 6 October 2020

 

চুপ থাকেন নি মুশফিকুর রহিমও। সোশ্যাল মিডিয়ায় ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশকে জেগে ওঠার আহ্বান জানালেন।

 

 

We cannot stay silent anymore. Rape or any kind of sexual harassment can never be tolerated, it has no space in the society . Wake up Bangladesh. Say no to rape. No means NO.

Posted by Mushfiqur Rahim on Tuesday, 6 October 2020

 

 

আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই...

Posted by Mashrafe Bin Mortaza on Wednesday, 7 October 2020

 

সোশ্যাল মিডিয়াতে একইভাবে সোচ্চার হয়েছেন জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক মাশরাফি বিন মোর্তাজা।  (তথ্যসূত্র: প্রথম আলো)

আরও পড়ুন - "আপনি কেন পাকিস্তান বিরোধী?" ভক্তের প্রশ্নের জবাবে গম্ভীর যা বললেন

.