Shaheen Afridi: আক্রম-ওয়াকাররাও পারেননি, করে দেখালেন শাহিন, ইতিহাস লিখলেন পাক পেসার...

Shaheen Afridi Scripts History: পাকিস্তানের হয়ে ইতিহাস লিখলেন শাহিন শাহ আফ্রিদি, তিনি যা করলেন তা তাঁর আগে সেই দেশের কেউ করতে পারেননি!

Updated By: Dec 11, 2024, 03:31 PM IST
Shaheen Afridi: আক্রম-ওয়াকাররাও পারেননি, করে দেখালেন শাহিন, ইতিহাস লিখলেন পাক পেসার...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে ওঠা-নামা যেমন ধারাবাহিক, তেমনই সেই দেশের বাইশ গজকে, বিভিন্ন সময়ে জোরে বোলার সরবরাহ করার বিষয়টিও ধারাবাহিক। ইমরান খান থেকে ওয়াসিম আক্রম হয়ে ওয়াকার ইউনিস, শোয়েব আখতার ও মহম্মদ আসিফরা আগুন জ্বেলেছেন মাঠে। এই সময়ে দাঁড়িয়ে পাকিস্তানের এক নম্বর পেসার শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi)। ২৪ বছরের বাঁ-হাতি সিমার এবার ইতিহাস লিখলেন, যা আক্রম-ওয়াকাররাও করতে পারেননি! 

আরও পড়ুন: ২০২৪ খুঁজেছে তাঁদের; তালিকায় একজন বিশ্বকাপজয়ী, আপনার ধারণারও বাইরে ৯ নম্বরে যিনি!

পাকিস্তান এখন দক্ষিণ আফ্রিকায় সফররত। দুই দেশ তিনটি করে টি-২০ আই ও ওডিআই খেলবে। লাল বলের ক্রিকেটেও রয়েছে দুই ম্য়াচ। পূর্ণাঙ্গ সিরিজের শুরু হয়েছে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণ দিয়ে। ডারবানের কিংসমিডে প্রথম টি-২০ দক্ষিণ আফ্রিকা ১১ রানে জিতে সিরিজে ১-০ এগিয়ে গিয়েছে। ডারবানে শাহিন পেয়েছেন তিন উইকেট। আর তাতেই হয়ে গিয়েছে কেল্লাফতে। শাহিন এখন তাঁর দেশের একমাত্র বোলার, যাঁর ক্রিকেটের তিন সংস্করণেই ১০০টি করে উইকেট নেওয়া হয়ে গেল। শাহিনের টি-২০ আই-তে ১০০ উইকেট হয়ে গেল, ওডিআই-তে তাঁর আগেই ছিল ১১২ উইকেট রয়েছে। পাশাপাশি টেস্টে নেওয়া হয়ে গিয়েছে ১১৬ উইকেট। পাকিস্তানের তৃতীয় বোলার হিসেবে শাহিন ১০০ টি-২০আই উইকেট নিলেন। 

দেশের জার্সিতে ৭৪ নম্বর টি-২০ ম্য়াচে এই মাইলস্টোন তৈরি করেছেন তিনি। পাকিস্তানের দ্বিতীয় দ্রুততম ক্রিকেটার হিসেবে শাহিন টি-২০আই-তে নিয়েছেন ১০০ উইকেট। হ্য়ারিস রউফ রয়েছেন শীর্ষে। তিনি ৭১টি-২০ আই ম্য়াচে ১০০ উইকেট নিয়ছেন। হ্য়ারিস-শাহিন ছাড়া শাদবাদ খান পাকিস্তানের হয়ে টি-২০ উইকেটের সেঞ্চুরি করেছেন। সামগ্রিক ভাবে শাহিন এই কৃতিত্ব অর্জন করেছেন সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসাবে। নিউজিল্যান্ডের টিম সাউদি, বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গারা রয়েছেন এই তালিকায়।

আরও পড়ুন:  অ্যাডিলেডে ভরিয়েছেন ১ লক্ষ ৩৫ হাজার দর্শক! চতুর্থ টেস্টের প্রথম দিনের টিকিট শেষ!
 

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

.