কলকাতার পর শাহরুখ এবার CPL-এ ত্রিনিদাদের টিম কিনলেন

আইপিএলের পর সিপিএল। কলকাতার পর ত্রিনিদাদ-টোবাগো। শাহরুখ খান এবার আরও একটা ফ্র্যাঞ্চাইজি দলের মালিক হলেন। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের মালিক কিং খান কিনলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ-টোবাগো। প্রসঙ্গত, এই সিপিএল-এ টিম আছে হলিউড তারকা মার্ক ওয়ালবার্গ ও জেরাড বাটলারের।  

Updated By: Jun 10, 2015, 05:49 PM IST
কলকাতার পর শাহরুখ এবার CPL-এ ত্রিনিদাদের টিম কিনলেন

ওয়েব ডেস্ক: আইপিএলের পর সিপিএল। কলকাতার পর ত্রিনিদাদ-টোবাগো। শাহরুখ খান এবার আরও একটা ফ্র্যাঞ্চাইজি দলের মালিক হলেন। আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের মালিক কিং খান কিনলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের দল ত্রিনিদাদ-টোবাগো। প্রসঙ্গত, এই সিপিএল-এ টিম আছে হলিউড তারকা মার্ক ওয়ালবার্গ ও জেরাড বাটলারের।  

শাহরুখ খানের পক্ষ থেকে বলা হয়েছে, ক্রিকেটকে নিয়ে তাঁর চিন্তাভাবনার বিশ্বব্যাপি প্রসারের একটা পদক্ষেপ। ত্রিনিদাদ ও টোবাগোর ক্রিকেট ঐতিহ্যের অংশ হতে পেরে ধন্যবাদও জানিয়েছেন কিম খান।

এই ত্রিনিদাদ টিমে এবার খেলতে দেখা যাবে জ্যাক কালিসকে। সঙ্গে রয়েছেম ডয়েন ব্রাভো, ডারেন ব্রাভো, স্যামুয়েল বদ্রি, জোয়ান বোথার মত ক্রিকেটাররা।

.