IND vs PAK | Asia Cup 2023: 'কারোর বলায় কী যায় আসে'! কোহলি ইস্যুতে আগরকরকে পাল্টা মিসাইল পাক নক্ষত্রের
Shadab Khan Reacts To Ajit Agarkar's Kohli Will Handle Comment: অজিত আগরকর বলেছিলেন যে, পাকিস্তানের পেস ব্রিগেড একাই বুঝে নেবেন বিরাট কোহলি। এবার তারই পাল্টা দিলেন পাকিস্তানের অন্য়তম সেরা যোদ্ধা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যালেন্ডার বলছে এশিয়া কাপ (Asia Cup 2023) শুরু ৩০ অগস্ট। পাকিস্তানের মুলতানে কাপযুদ্ধের প্রথম ম্যাচে মুখোমুখি পাকিস্তান-নেপাল (Pakistan Vs Nepal)। তবে সবার চোখ ২ সেপ্টেম্বরে। কারণ ওদিনই মাঠে নামছে বাইশ গজের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান (India vs Pakistan)। ফের একবার 'মাদার অফ অল ব্যাটল'। এশিয়া কাপে ভারতের দল ঘোষিত হয়েছে গত সপ্তাহে। সেদিন জাতীয় দলের নির্বাচক অজিত আগরকরের ( Ajit Agarkar) কাছে প্রশ্ন ছিল যে, পাকিস্তানের বিশ্ববন্দিত পেস আক্রমণ কীভাবে সামলাবে? যার উত্তরে আগরকর হাসতে হাসতে বলেছিলেন, 'ওটা বিরাট কোহলি বুঝে নেবে।' এবার আগরকরকে পাল্টা দিলেন পাক তারকা অলরাউন্ডার শাহদাব খান (Shadab Khan)।
সম্প্রতি পাকিস্তান ৩-০ আফগানিস্তানকে হোয়াইটওয়াশ করেছে ওয়ানডে সিরিজে। পাক দলের অন্যতম সেরা পারফর্মার ছিলেন শাহদাব। তিনি বলেন, 'দেখুন, পুরোটাই নির্ভর করে ম্য়াচের দিন। আমি বা অন্য কেউ, বা ওদের কেউ যা কিছু বলতেই পারে। বলায় কিছু বদলাবে না। যখন ম্যাচ হবে তখনই বোঝা যাবে কোনটা বাস্তব'! ভারত-পাক প্রাক যুদ্ধের আবহও আরও গরম হয়ে গেল। যত সময় এগিয়ে আসবে তত গনগনে আঁচ বাড়তে থাকবে। এশিয়া কাপে ১৭ সদস্যের শক্তিশালী স্কোয়াড হয়েছে রোহিত শর্মা , শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ঈশান কিশান, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, মহম্মদ শামি , মহম্মদ সিরাজ , কুলদীপ যাদব ও প্রসিদ্ধ কৃষ্ণা। স্ট্যান্ড-বাইতে রয়েছেন সঞ্জু স্যামসন। চোট-আঘাত সারিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে প্রত্যাবর্তন করেছেন শ্রেয়স-রাহুল। তবে ওপেনিংয়ে রোহিতের সঙ্গে ঈশান কে দেখা যাবে না রাহুলকে দেখা যাবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। গত ২৩ অগস্ট থেকে বেঙ্গালুরুর আলুরে শুরু হয়েছে জাতীয় শিবির। এনসিএ-তে জড়ো হয়েছেন রাহুল দ্রাবিড়েরশিষ্য়রা! সাত দিনের ক্যাম্প শেষ করেই রোহিত শর্মা অ্য়ান্ড কোং উড়ে যাবে শ্রীলঙ্কায়।