মারণ ভাইরাসের থাবা পাক ক্রিকেট দলে! সোমবার ৩, মঙ্গলবার আরও ৭ ক্রিকেটার আক্রান্ত
ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে এই দু দিনে মোট ১০ জন পাক ক্রিকেটার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন।
নিজস্ব প্রতিবেদন: সোমবার তিন জন ক্রিকেটারের করোনা পজিটিভ ধরা পড়েছিল। মঙ্গলবার আরও সাত ক্রিকেটারের করোনায় আক্রান্ত হওয়ার কথা জানাল পাকিস্তান ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড সফরে উড়ে যাওয়ার আগে এই দু দিনে মোট ১০ জন পাক ক্রিকেটার মারণ ভাইরাসে আক্রান্ত হলেন।
SECOND update on Covid-19 testshttps://t.co/Zx3Qf8eJd5 pic.twitter.com/yu8p9YhEWO
— PCB Media (@TheRealPCBMedia) June 23, 2020
সোমবার করোনায় আক্রান্ত হন হায়দার আলি, শাদাব খান এবং হ্যারিস রউফ। মঙ্গলবার নতুন করে সাত ক্রিকেটার আক্রান্ত হওয়ার খবর মিলেছে। এই সাত ক্রিকেটার হলেন- ফকর জামান, মহম্মদ হাফিজ, ওয়াহাব রিয়াজ, মোহম্মদ রিজওয়ান, ইমরান খান, কাশিফ ভাট্টি এবং মোহম্মদ হাসনাইন। এই সাত ক্রিকেটারের পাশাপাশি দলের সাপোর্ট স্টাফ ম্যাসিওর মালাং আলিরও কোভিড-19 পজিটিভ এসেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে সকলকে কোয়ারেন্টিনে থাকার পরামর্শ দিয়েছে।
পিসিবি-সূত্রে জানা গিয়েছে , শোয়েব মালিক, ওয়াকার ইউনিসের এখনও করোনা পরীক্ষা হয়নি। আগামী ২৮ জুন তিনটি টেস্ট এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ইংল্যান্ড উড়ে যাবে পাকিস্তান ক্রিকেট দল।
আরও পড়ুন -কোয়ারেন্টিন শেষে প্রস্তুতি ম্যাচ খেলতেও নেমে পড়ল ক্যারিবিয়ানরা