মার্কিন মুকুট ধরে রেখে ফেডেরারকে ছুঁলেন সেরেনা

ইতিহাস গড়ে ইউ এস ওপেনের খেতাব জিতলেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ওপেন এরায় ইউ এস ওপেনে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন সেরেনা। রবিবার ভারতীয় সময় গভীর রাতে ফাইনালে মার্কিন `চিরতরুণী`সেরেনা ৭-৫, ৬-৭, ৬-১ হারালেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। গতবারের ইউ এস ওপেনে মহিলা সিঙ্গলসের ফাইনালেও ঠিক একই ঘটনা ঘটেছিল।

Updated By: Sep 9, 2013, 10:07 AM IST

ইতিহাস গড়ে ইউ এস ওপেনের খেতাব জিতলেন কিংবদন্তি সেরেনা উইলিয়ামস। ওপেন এরায় ইউ এস ওপেনে সবচেয়ে বেশি বয়সে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন সেরেনা। রবিবার ভারতীয় সময় গভীর রাতে ফাইনালে মার্কিন `চিরতরুণী`সেরেনা ৭-৫, ৬-৭, ৬-১ হারালেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। গতবারের ইউ এস ওপেনে মহিলা সিঙ্গলসের ফাইনালেও ঠিক একই ঘটনা ঘটেছিল।
গতবার ফাইনালে তিন সেটের লড়াই এই আজারেঙ্কাকে হারিয়ে ইউ এস ওপেন জিতেছিলেন বিশ্বের এক নম্বর সেরেনা উইলিয়ামস। ২০০৭ সালে জাস্টিন হেনা হার্ডিনের পর এই প্রথম কোনও মহিলা পরপর দুবার ইউ এস ওপেন জিতলেন।
এই নিয়ে মোট পাঁচবার ইউ এস ওপেন জিতলেন সেরেনা। ওপেন এরায় সেরেনার চেয়ে বেশি ইউ এস ওপেন খেতাব জয়ের রেকর্ড আছে শুধু ক্রিস এভার্ট(৬)-এর। সিঙ্গলসে ১৭টা গ্র্যান্ডস্লাম জেতা হয়ে গেল এই মার্কিন মহাতারকার। যার মানে দাঁড়াল পুরুষদের সিঙ্গলসে সর্বকালের সফলতম রজার ফেডেরারকে ছুঁয়ে ফেললেন সেরেনা। তবে মহিলাদের হিসাবে সবচেয়ে বেশি গ্র্যান্ডস্লাম জেতার হিসাব সেরেনার আগে আছেন মার্টিনা নাভ্রাতিলোভা (১৮), ক্রিস এভার্ট ( ১৮), হেলেন উইলিস মুডি (১৯), স্টেফি গ্রাফ (২২), মার্গারেট কোর্ট (২৪)। তবে শুধু ওপেন এরার বিচারে সেরেনা এখন চার নম্বরে।
এদিনের ফাইনাল বিশ্বের এক বনাম দুইয়ের লড়াইয়ের প্রথম দু সেট দারুণ উত্তেজক হয়েছিল। প্রথম সেটে আজারেঙ্কার সার্ভিস ব্রেক করে জিতেছিলেন সেরেনা। আবার দ্বিতীয় সেটে টাইব্রেকারে দারুণ খেলে ম্যাচে ফিরে এসেছিলেন আজারেঙ্কা। কিন্তু নির্ধারক সেটে সেরেনা একেবার জ্বলে উঠলেন। চলতি ইউ এস ওপেনে যেরকমভাবে তাঁর প্রতিদ্বন্দ্বীদের দাঁড়াতেই দেননি,সেটাই করলেন ফাইনালের মোক্ষম সময়ে। ফিটনেসকে চরমে নিয়ে গিয়ে আর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করলেন উইলিয়ামস বোনেদের ছোটজন।

.