ফিফা'র কাছে অভিযোগ জানাল সেনেগাল
এবারই প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে 'ফেয়ার প্লে' নিয়ম চালু হয়েছে।
![ফিফা'র কাছে অভিযোগ জানাল সেনেগাল ফিফা'র কাছে অভিযোগ জানাল সেনেগাল](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/07/02/126722-senegal.jpg)
নিজস্ব প্রতিবেদন : ফিফা'র 'ফেয়ার প্লে' নিয়মের জেরে এবার রাশিয়া বিশকাপ থেকে বিদায় নিতে হয়েছে সেনেগালকে। আর এই নিয়ম পুনর্বিবেচনা করার জন্য বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ফিফা'র কাছে অভিযোগ জানিয়েছে সেনেগাল ফুটবল ফেডারেশন (এফএসএফ)।
আরও পড়ুন - হেরেও কম 'কার্ড' দেখায় শেষ ষোলোয় জাপান
গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে যায় সেনেগাল। এর ফলে এইচ-গ্রুপের তৃতীয় দল হিসেবে তারা প্রথম রাউন্ড শেষ করে। কারন জাপানের সঙ্গে পয়েন্ট সমান গোল ব্যবধানও সমান হওয়ায় বেশি হলুদ কার্ড দেখার কারনে জাপান পরের রাউন্ডে উঠে যায় আর বিশ্বকাপ থেকে ছিটকে যায় সেনেগাল। এবারই প্রথম বিশ্বকাপে গ্রুপ পর্বে 'ফেয়ার প্লে' নিয়ম চালু হয়েছে।
আরও পড়ুন - 'আমার লক্ষ্য সোনার বুট নয়, বিশ্বকাপ জেতা'
সেনেগাল ফুটবল ফেডারেশনের মুখপাত্র কারা থিওনে বিবিসি স্পোর্টসকে জানিয়েছেন, "ভবিষ্যতে ফিফার এই আইন নিয়ে অবশ্যই চিন্তা করতে হবে। ফিফা নতুন আইন প্রবর্তন করেছে ঠিকই, কিন্তু এই ধরনের আইন কি সত্যিই সমস্যার সমাধান করতে পারবে।" এফএসএফ-তরফে শুক্রবার ফিফাকে দুটি চিঠি দিয়েছে। এর মধ্যে একটি ফেয়ার প্লে আইনের বিরোধিতা করে, আর একটি কলম্বিয়া-সেনেগাল ম্যাচের রেফারির মান নিয়ে। আসলে 'ফেয়ার প্লে' নিয়মে বিশ্বকাপ থেকে বিদায়টা কোনও ভাবেই মেনে নিতে পারছে না সেনেগাল ফুটবল ফেডারেশন।