Kylian Mbappe vs Neymar: নেইমার বনাম এমবাপে ঝামেলা তুঙ্গে! প্যারিস সঁ জরমঁ-এ থাকতে কোন তিন শর্ত দিলেন ফরাসি তারকা?

ব্রাজিলীয় তারকার সঙ্গে শীতল সম্পর্ক এমবাপের। একটি ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যমের দাবি, নেইমারকে পিএসজি থেকে রিলিজ করার শর্তই প্রধান। ব্রাজিলীয় তারকারও নাকি বিশ্বাস, এমবাপের ইন্ধনেই এই ক্লাব তাঁকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি কিংবা চেলসিতে বিক্রি করার চেষ্টা করছে। 

Updated By: Dec 28, 2022, 05:14 PM IST
Kylian Mbappe vs Neymar: নেইমার বনাম এমবাপে ঝামেলা তুঙ্গে! প্যারিস সঁ জরমঁ-এ থাকতে কোন তিন শর্ত দিলেন ফরাসি তারকা?
নেইমার ও এমবাপে। পিএসজি-র দুই তারকার সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছে। ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: তাহলে কি আসন্ন মরসুমে লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে কিলিয়ান এমবাপে (Kylian Mbappe) ও নেইমার জুনিয়রের (Neymar Jr) ত্রয়ী দেখা যাবে না!পরিস্থিতি তো এমন জায়গায়তেই চলে গিয়েছে। অবাক করার মতো খবর হলেও এটাই নাকি সত্যি। ফ্রান্সের (France) তারকা স্ট্রাইকার নাকি প্যারিস সঁ জরমঁ-এ (Paris Saint Germain) থেকে যাওয়ার জন্য তিনটি শর্ত দিয়েছেন। সেই শর্ত ওরফে বায়নার তালিকায় নাকি সবার উপরে রয়েছে নেইমারের নাম। ব্রাজিলের (Brazil) তারকাকে নাকি রিলিজ করতে হবে। ক্লাব ম্যানেজমেন্টের কাছে এমনটাই দাবি করেছেন ২৪ বছরের এমবাপে। তাছাড়া তিনি নাকি পিএসজির ম্যানেজার ক্রিস্টোফ গালটিয়েকে (Christophe Galtier) সরিয়ে তাঁর জায়গায় কোচ হিসেবে জিনেদিন জিদানকে (Zinedine Zidane) চেয়েছেন। আর এমবাপের শেষ দাবি হল, ইংল্যান্ডের (England) অধিনায়ক হ্যারি কেন-কে (Harry Kane) পিএসজি-তে (PSG) নিতে হবে। ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যম এমনই চাঞ্চল্যকর খবর প্রচার করেছে।  

ব্রাজিলীয় তারকার সঙ্গে শীতল সম্পর্ক এমবাপের। একটি ফ্রান্সের একাধিক সংবাদমাধ্যমের দাবি, নেইমারকে পিএসজি থেকে রিলিজ করার শর্তই প্রধান। ব্রাজিলীয় তারকারও নাকি বিশ্বাস, এমবাপের ইন্ধনেই এই ক্লাব তাঁকে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটি কিংবা চেলসিতে বিক্রি করার চেষ্টা করছে। 

আরও পড়ুন: Lionel Messi: ছুটি কাটিয়ে কবে প্যারিস সঁ জরমঁ-র হয়ে খেলতে নামবেন বিশ্বজয়ী 'এল এম টেন'? জানতে পড়ুন

আরও পড়ুন: Lionel Messi: মেসির আর্জেন্টিনার বিশ্বজয়ের স্মৃতি ধরে রাখতে কোন বিশেষ উদ্যোগ নিল কাতার বিশ্ববিদ্যালয়?

নেইমার ও এমবাপের মধ্যে ঝামেলা অনেকবার সামনে এসেছে। গত অগাস্টে মঁপেলিয়ের বিরুদ্ধে ৫-২ গোলে জিতেছিল প্যারিস সঁ জরমঁ। সেই ম্যাচে পেনাল্টি শট কে মারবেন সেটা নিয়ে দুই তারকার মধ্যে সংঘাত চরমে উঠেছিল। সেপ্টেম্বরে জুভেন্টাসের বিরুদ্ধে এমবাপে বল বাড়াননি নেইমারকে। অথচ নেইমার গোল করার মতো জায়গায় দাঁড়িয়ে ছিলেন। সেই ঘটনা নিয়েও দু’জনের মধ্যে ঝামেলা প্রকাশ্যে আসে। যদিও সেই ম্যাচে অবশ্য জুভেন্টাসের বিরুদ্ধে ২-১ গোলে প্যারিস সঁ জরমঁ জিতেছিল ।

সেই নেইমারকে রিলিজ করে দিতে হবে। এমবাপের আরেকটি শর্ত হল কোচ ক্রিস্টোফ গালটিয়ে সরিয়ে তাঁর জায়গায় জিদানকে আনতে হবে। তাঁর হাতে তুলে দিতে হবে রিমোট কন্ট্রোল। এমবাপের তৃতীয় শর্ত হল, টটেনহ্যাম হটস্পারের তারকা হ্যারি কেনকে সই করাতে হবে। নেইমারকে ছেড়ে দেওয়া হলে তাঁর জায়গায় নিয়ে আসতে হবে হ্যারি কেনকে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.