জম্মু-কাশ্মীরের বিরুদ্ধেও রান পেলেন না সেওয়াগ
জাতীয় দলে ফিরে আসার লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন বীরেন্দ্র সেওয়াগ। বিজয় হাজারে ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সেওয়াগ করলেন মাত্র ১৫ রান। দেশের জার্সি ফিরে পেতে তিন নম্বরে নামার সিদ্ধান্ত নিয়েছেন বীরু। কিন্তু তিনে নেমে বীরুর ১৫ রানের ইনিংস ছিল বেশ হতাশার।
জাতীয় দলে ফিরে আসার লড়াইয়ে ক্রমশ পিছিয়ে পড়ছেন বীরেন্দ্র সেওয়াগ। বিজয় হাজারে ট্রফিতে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে সেওয়াগ করলেন মাত্র ১৫ রান। দেশের জার্সি ফিরে পেতে তিন নম্বরে নামার সিদ্ধান্ত নিয়েছেন বীরু। কিন্তু তিনে নেমে বীরুর ১৫ রানের ইনিংস ছিল বেশ হতাশার।
যদিও বিজয় হাজারে ট্রফির প্রথম ম্যাচে জম্মু কাশ্মীরকে হারাল দিল্লি। ২০১৫ বিশ্বকাপে দেশের হয়ে খেলতে গেলে এই বিজয় হাজারে ট্রফি সেওয়াগের কাছে অগ্নিপরীক্ষার মত। কারণ এরপর একদিনের ক্রিকেটে নিজের ফর্মে ফেরার খবর দেওয়ার আর কোনও উপায় থাকবে না বীরুর। আইপিএল সেভেনে চোখধাঁধানো ইনিংস খেললেও সেটা টি২০ বলে খোঁচা খেতে হবে। সেই অগ্নিপরীক্ষার শুরুটা খারাপ হল সেওয়াগের।
সেওয়াগ ব্যর্থ হলেও রান পেলেন গৌতম গম্ভীর। গম্ভীর করলেন ৫৮ রান।
স্কোরবোর্ড--
Delhi 256/8 in 50 overs (Gautam Gambhir 58, Virender Sehwag 15, Unmukt Chand 42, Waseem Raza 3/58, Parveez Rasool 2/52) beat Jammu and Kashmir 218 in 45.4 overs (Shubham Khajuria 46, Parveez Rasool 30, Hardeep Singh 45).