বিদায়ের ঘায়ে নুনের ছিটে সেওয়াগের চোট

টি টোয়েন্টি বিশ্বকাপে বিদায়ের করুণ সুরের মাঝে খারাপ খবর।বাম গোড়ালিতে চোটের কারণে দু`সপ্তাহ ক্রিকেট মাঠের বাইরে ছিটকে গেলেন বীরেন্দ্রে সেওয়াগ। মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচে বাম গোড়ালিতে চোট পান সেওয়াগ।

Updated By: Oct 3, 2012, 02:36 PM IST

টি টোয়েন্টি বিশ্বকাপে বিদায়ের করুণ সুরের মাঝে খারাপ খবর।বাম গোড়ালিতে চোটের কারণে দু`সপ্তাহ ক্রিকেট মাঠের বাইরে ছিটকে গেলেন বীরেন্দ্রে সেওয়াগ। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ফিল্ডিং করার সময় তিনি চোট পান। ইরফান পাঠানের বলে জ্যাক কালিস আউট হওয়ার পর আনন্দ করার সময় তাঁর পা মচকে যায়। খোড়াতে খোড়াতে মাঠ ছাড়েন বীরু। চিকিত্সকরা জানিয়েছেন সেওয়াগের গোড়ালির লিগামেন্ট ছিঁড়ে গেছে। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার আর এন বাবা জানিয়েছেন চিকিতসকরা সেওয়াগকে দু সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।এর ফলে তাঁর আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার বিষয়ে বড়সড় সংশয় দেখা দিয়েছে। ভারতীয় দলের মিডিয়া ম্যানেজার আর এন বাবা এই খবর জানান।
সেওয়াগকে দু`সপ্তাহ বিশ্রাম নেওয়ার কথা বলেছেন ডাক্তাররা। কিন্তু সেওয়াগের ফ্র্যাঞ্চাইজি দিল্লি ডেয়ারডেভিলস-এর কর্তারা সেওয়াগকে পেতে মরিয়া। চ্যাম্পিয়ন্স লিগ শুরু হচ্ছে ৯ অক্টোবর, দক্ষিণ আফ্রিকায়। সেওয়াগের দিল্লি ডেয়ারডেভিলসের ম্যাচ ১৩ অক্টোবর কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। শাহরুখের কাছে স্বস্তির খবর সেই ম্যাচে খেলতে পারছেন না সেওয়াগ।

.