একই দলের হয়ে খেলবেন ধোনি, সেওয়াগ, আফ্রিদি
একটা দলের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেওয়াগ, হারশেল গিবস, শাহিদ আফ্রিদি। বিপক্ষ দলের হয়ে খেলবেন ব্রায়ান লারা, ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, মাহেলা জয়বর্ধনে। এমনই এক টি২০ প্রদর্শনী ম্যাচ হতে চলেছে আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইংল্যান্ডের ওভালে। ব্রিটিশ সৈন্যদের জন্য আয়োজিত এই চ্যারিটি টি২০ ম্যাচ হবে 'হেল্প ফর হিরোজ' একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে। ধোনি, সেওয়াগ, গিবস, আফ্রিদিরা খেলেবন 'হেল্প ফর হিরোজ' একাদশ-এর হয়ে। এই দলের অধিনায়ক হচ্ছেন অ্যান্ড্র স্ট্রস, কোচ ইয়ান বোথাম।
ওয়েব ডেস্ক: একটা দলের হয়ে খেলবেন মহেন্দ্র সিং ধোনি, বীরেন্দ্র সেওয়াগ, হারশেল গিবস, শাহিদ আফ্রিদি। বিপক্ষ দলের হয়ে খেলবেন ব্রায়ান লারা, ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, মাহেলা জয়বর্ধনে। এমনই এক টি২০ প্রদর্শনী ম্যাচ হতে চলেছে আগামী ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার ইংল্যান্ডের ওভালে। ব্রিটিশ সৈন্যদের জন্য আয়োজিত এই চ্যারিটি টি২০ ম্যাচ হবে 'হেল্প ফর হিরোজ' একাদশ ও অবশিষ্ট বিশ্ব একাদশের মধ্যে। ধোনি, সেওয়াগ, গিবস, আফ্রিদিরা খেলেবন 'হেল্প ফর হিরোজ' একাদশ-এর হয়ে। এই দলের অধিনায়ক হচ্ছেন অ্যান্ড্র স্ট্রস, কোচ ইয়ান বোথাম।
অন্যদিকে, লারা, জয়বর্ধনেরা খেলবেন অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে। এই দলের কোচ হিসেবে থাকবেন গ্যারি কার্স্টেন, ম্যানেজার সুনীল গাভাসকর। লারা, স্মিথদের পাশাপাশি অবশিষ্ট বিশ্ব একাদশের হয়ে খেলতে দেখা যাবে নিউজিল্যান্ডের ব্র্যান্ডন ম্যাককুলাম, টিম সাউদি, ড্যানিয়েল ভিট্টোরিদেরও।
হেল্প ফর হিরোজ দল- অ্যান্ড্রু স্ট্রস, হারশেল গিবস, বীরেন্দ্র সেওয়াগ, এমএস ধোনি, ড্যামিয়েন মার্টিন, জনাথন পার্কার, জেক উরে, শাহিদ আফ্রিদি, গ্রেম সোয়ান, সাইমন জোন্স, ম্যাথু হোগার্ড। দ্বাদশ ব্যক্তি-ডারেন গফ
অবশিষ্ট বিশ্ব একাদশ- ব্র্যান্ডন ম্যাককুলাম, ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, মাহেলা জয়বর্ধনে, মেজর স্ট্রম গ্রিন, ব্রায়ান লারা, আব্দুল রজ্জাক, স্কট স্টাইরিস, ড্যানিয়েল ভিট্টোরি, টিম সাউদি, শাপুর জার্দান।
Here's the full story on news that @msdhoni will be playing at #cricketforheroes on Sept 17! http://t.co/b0izzDRWRw pic.twitter.com/pb2dGhuKLK
— Cricket For Heroes (@CricketforH4H) September 1, 2015