UEFA Euro 2020 Qualifier: ডাচদের বিরুদ্ধে নাটকীয় জয় পেল জার্মানি

২০১৮ সালে অক্টোবর মাসে উয়েফা নেশনস লিগে ডাচদের কাছে ৩-০ গোলে হেরেছিল জোয়াকিম লো-র দল।

Updated By: Mar 25, 2019, 04:59 PM IST
UEFA Euro 2020 Qualifier: ডাচদের বিরুদ্ধে নাটকীয় জয় পেল জার্মানি
সৌজন্যে- টুইটার

নিজস্ব প্রতিবেদন :  ইউরো ২০২০-র বাছাই পর্বে রুদ্ধশ্বাস জয় জার্মানির। নেদারল্যান্ডসকে ৩-২ গোলে হারাল জার্মানরা। ২০১৮ সালে অক্টোবর মাসে উয়েফা নেশনস লিগে ডাচদের কাছে ৩-০ গোলে হেরেছিল জোয়াকিম লো-র দল। রবিবার সেই হারের মধুর প্রতিশোধ নিল জার্মানি।

সার্বিয়ার সঙ্গে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ১-১ গোলে ড্র করলেও ইউরো কাপের বাছাই পর্বে জয় দিয়েই অভিযান শুরু করল জার্মানি। ম্যাচের শুরু থেকে প্রতিপক্ষ নেদারল্যান্ডসকে চেপে ধরে জার্মানি। ১৫ মিনিটেই লেরয় সানের গোলে এগিয়ে যায় জার্মানরা। ৩৪ মিনিটে দুর্দান্ত এক গোলে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় জার্মানরা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই লড়াইয়ে ফেরে নেদারল্যান্ডস। মেমফিস ডিপাইয়ের ক্রসে হেডে ব্যবধান কমান ডি লিখট। ৬৩ মিনিটে ডিপাইয়ের গোলে সমতা ফেরায় ডাচরা। ম্যাচ তখন ২-২। ম্যাচের ৯০ মিনিটে মার্কো রিউসের পরিবর্ত হিসেবে মাঠে নামা নিকো শুলজের গোলে দুরন্ত জয় ছিনিয়ে নেয় জার্মানি। রাশিয়া বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়ার পর তরুণ প্রতিভাদের তুলে আনার ওপর জোর দেন জার্মানির কোচ জোয়াকিম লো। বিশ্বকাপের পাশাপাশি ২০১৮ সালের ব্যর্থতার বাধা পেরিয়ে জয়ের মুখ দেখল জার্মানরা।  

আরও পড়ুন -  IPL 2019: বুমরাহর চোট গুরুতর নয়, পরের ম্যাচেই খেলতে পারবেন ভারতীয় পেসার!

.