ISL 2020-21: Jamshedpur FC-র বিরুদ্ধে জয়ে ফেরার মরিয়া চ্যালেঞ্জ SC East Bengal-এর

চার ম্য়াচ নির্বাসিত লাল-হলুদ কোচ রবি ফাউলার। ভালসকিসদের বিরুদ্ধে তাই কঠিন চ্যালেঞ্জ ব্রাইট-মাঘোমা-পিলকিংটনদের।

Updated By: Feb 6, 2021, 08:19 PM IST
ISL 2020-21: Jamshedpur FC-র বিরুদ্ধে জয়ে ফেরার মরিয়া চ্যালেঞ্জ SC East Bengal-এর
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদন: এফসি গোয়ার সঙ্গে ড্র করার পর বেঙ্গালুরু এফসি-র কাছে হার। আইএসএলে জয়ে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। রবিবার লাল-হলুদের সামনে জামশেদপুর এফসি। চার ম্য়াচ নির্বাসিত লাল-হলুদ কোচ রবি ফাউলার। ভালসকিসদের বিরুদ্ধে তাই কঠিন চ্যালেঞ্জ ব্রাইট-মাঘোমা-পিলকিংটনদের।

শেষ পাঁচ ম্যাচে জয়ের দেখা নেই। পাঁচ ম্যাচে মাত্র দুটি গোল করেছে এসসি ইস্টবেঙ্গল। গোলের সুযোগ তৈরি করলেও গোল করতে ব্যর্থ লাল-হলুদ ব্রিগেড। দুঃসময় কাটিয়ে রবিবার জামশেদপুরের বিরুদ্ধে জয়ে ফিরতে মরিয়া ব্রাইটরা। অন্যদিকে টানা পাঁচ ম্যাচে জয় না পাওয়া জামশেদপুরও আগের ম্যাচেই জয়ে ফিরেছে। এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে প্লে-অফের লক্ষ্যে ভালসকিসরাও।

ম্যাচের আগের দিন লাল-হলুদের সহকারি কোচ অ্যান্থনি গ্রান্ট বলেন, "আমরা খারাপ খেলছি না,টানা আটটা ম্যাচে আমরা অপরাজিত ছিলাম। সবচেয়ে বড় সমস্যা হল বায়ো বাবলে থাকা। যেঠা ফুটবলারদের মনের উপর প্রভাব ফেলেছে। সমর্থকদের ইট-পাটকেল ছোড়ার আগে এগুলো ভাবতে হবে।"

আরও পড়ুন- Ind vs Eng: চেন্নাইয়ে চালকের আসনে England, রানের পাহাড়ে রুটবাহিনী

১৫ ম্য়াচে ১৮ পয়েন্ট জামশেদপুর এফসি-র। প্লে অফের লড়াইয়ে থাকতে হলে রবিবার লাল-হলুদের বিরুদ্ধে মাস্ট উইন গেম তাদের। চলতি মরসুমে ৮ গোল করা ভালসকিসকে আগের ফর্মে পাওয়া যাচ্ছে না। সেটাই চিন্তায় রাখছে কোচ কৌইলকে। ইস্টবেঙ্গলকে বিপজ্জনক দল বলেছেন জামশেদপুরের কোচ।

আরও পড়ুন- Living Room না Art Gallery? Serena-র মিয়ামির 'প্রাসাদ' দেখলে চোখ কপালে উঠবে

 

.