SAvsIND: কেন Ravichandran Ashwin-কে বিঁধলেন Sanjay Manjrekar? জানতে পড়ুন

অশ্বিনের বিকল্প কে? জেনে নিন।  

Updated By: Jan 23, 2022, 03:03 PM IST
SAvsIND: কেন Ravichandran Ashwin-কে বিঁধলেন Sanjay Manjrekar? জানতে পড়ুন
রবিচন্দ্রন অশ্বিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর।

নিজস্ব প্রতিবেদন: টেস্টের পর একদিনের সিরিজেও টিম ইন্ডিয়া-র (Team India) লজ্জাজনক ভাবে হার। এবং দুই ফরম্যাটেই প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। আর তাই বিদেশের মাঠে এই অভিজ্ঞ অফ স্পিনারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন সঞ্জয় মঞ্জরেকর (Sanjay Manjrekar)।  

মঞ্জরেকর বলেন, “আমি তো প্রথমদিন থেকেই বলে আসছি যে অশ্বিনকে বিনা কারণে ভারতের সীমিত ওভারের ক্রিকেটে ফিরিয়ে আনা হয়েছে। এমন তো নয় যে ও দলে ফিরে আসার জন্য দারুণ দাবি জানাচ্ছিল এবং সেই কারণেই সুযোগ পেয়েছে। কোনওভাবে নির্বাচকদের চিন্তাভাবনায় বদল ঘটেছে এবং সেই জন্য ওকে সুযোগ দেওয়া হয়েছে। আশা করছি এ বার হয়তো ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা বুঝতে পারবেন যে অশ্বিন সীমিত ওভারে একেবারেই প্রভাবশালী নয়।“

আরও পড়ুন: U19 World Cup: করোনা উপেক্ষা করে উগান্ডার বিরুদ্ধে নজির ভারতের, এ বার সামনে বাংলাদেশ

আরও পড়ুন: Covid 19: কোন বিশেষ কারণে ফের Ranji Trophy বাতিল করতে পারে BCCI? জানতে পড়ুন

প্রোটিয়াসদের বিরুদ্ধে চলতি সফরে একেবারেই ফ্যাকাশে অশ্বিন। সেঞ্চুরিয়ানের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৮ রানে ২ উইকেট নিয়েছিলেন। জোহানেসবার্গের দ্বিতীয় টেস্টেও নিয়েছিলেন ২৬ রানে ১ উইকেট। এরপর দুটি একদিনের ম্যাচ খেললেও, একেবারেই প্রভাব ফেলতে পারেননি অশ্বিন। প্রথম একদিনের ম্যাচে ৫৩ রানে পেয়েছিলেন মাত্র ১টি উইকেট। তবে দ্বিতীয় ম্যাচে তাঁর পারফরম্যান্স মোটেও ভাল ছিল না। সেই জন্য অশ্বিনকে খোঁচা দিলেন ভারতের এই প্রাক্তন ব্যাটার।   

তবে অশ্বিনকে কটাক্ষ করে তিনি শান্ত থাকেননি। বরং অশ্বিনের বদলি হিসেবে ফের কুলদীপ যাদবকে দেখতে চাইছেন মঞ্জরেকর। তাই তিনি যোগ করেন, “এই স্পিন আক্রমণের কোনও ভবিষ্যৎ নেই। আবার কুলদীপ যাদবকে সুযোগ দেওয়া উচিত। অতীতে একা হাতেই প্রতিপক্ষকে অনেকবার ধ্বংস করে দিয়েছে কুলদীপ। তাই আমার মতে কুলদীপকে একবার সুযোগ দেওয়া যেতেই পারে।“

মঞ্জরেকরের দাবি, ম্যাচ জিততে হলে মাঝের ওভারে শুধু রান আটকালেই চলবে না। উইকেট তুলে নেওয়া খুবই জরুরী। তাই অশ্বিনের বদলে কুলদীপকে দেখতে চাইছেন তিনি।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.