SAvsIND: Rishabh Pant-এর শট ক্ষমার অযোগ্য! সটান বলে দিলেন ক্ষুব্ধ Sunil Gavaskar

ঋষভ পন্থের ব্যাটিং দেখে বিরক্ত সুনীল গাভাসকর।   

Updated By: Jan 5, 2022, 04:20 PM IST
SAvsIND: Rishabh Pant-এর শট ক্ষমার অযোগ্য! সটান বলে দিলেন ক্ষুব্ধ Sunil Gavaskar
খারাপ শট খেলে ঋষভ পন্থের আউট হওয়ার সেই মুহূর্ত। ছবি: টুইটার

নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকার (South Africa) বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে ঋষভ পন্থের (Rishabh Pant) খারাপ ব্যাটিং বজায় রয়েছে। ওয়ান্ডারার্স টেস্টের দ্বিতীয় ইনিংসে ফের একবার অবিবেচকের মতো উইকেট ছুড়ে দিয়ে এলেন পন্থ। স্বভাবতই তাঁর দায়িত্বজ্ঞানহীন ও জঘন্য শট দেখে বেজায় চটলেন সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তৃতীয় দিন কাগিসো রাবাদা সেই সময় বাইশ গজে আগুন ঝরাচ্ছেন। দুই অভিজ্ঞ চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara) ও অজিঙ্কা রাহানেকে (Ajinkya Rahane) ফিরিয়ে তখন প্রোটিয়াসদের ম্যাচে ফিরিয়ে এনেছেন। এমন মোক্ষম সময় অহেতুক মারতে গিয়ে আউট হলেন পন্থ। সেটা দেখার মনে মাইক হাতে সানি বলে দেন, 'ক্ষমার অযোগ্য শট মেরেছে পন্থ। এমন শট খেলার পর কোনও অজুহাত দেওয়া উচিত নয়। দলকে একেবারে ডুবিয়ে দিল।' 

সেঞ্চুরিয়ান টেস্টের দুই ইনিংসে ৮ ও ৩৪ রান করেছিলেন পন্থ। চলতি টেস্টের প্রথম ইনিংসে ১৭ রান করার পর এ বার তো খেললেন মাত্র তিন বল। এরপর ফর্মে থাকা রাবাদাকে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে আউট হলেন ২৫ বছরের তরুণ। শুধু তাই নয়। গত দশ ইনিংসে ব্যাট হাতে একেবারে ব্যর্থ তিনি। পাঁচ বার সিঙ্গেল ডিজিটে ফিরে গিয়েছেন। আর এ বার যে ভাবে আউট হলেন সেটা একেবারেই মেনে নিতে পারছেন না সানি। 

Ajinkya Rahane and Cheteshwar Puajra

পন্থ যখন সাজঘরে ফিরছেন ঠিক সেই সময় মাইক হাতে নিয়ে ক্ষুব্ধ সিনিয়র গাভাসকর বলেন, 'ক্রিজে দুজন নতুন ব্যাটার থাকার পরেও পন্থ এমন শট খেলে আউট হল। এটা ক্ষমার অযোগ্য কাজ। এমন শট খেলে দলকে ডুবিয়ে দেওয়ার পর কোনও অজুহাত দেওয়া উচিত নয়। কেউ ওর পাশে দাঁড়িয়ে বলে 'পন্থ নিজের স্বাভাবিক খেলা দেখিয়ে বিপক্ষকে চাপে রাখতে চেয়েছিল, তাহলে সেটা অবিবেচকের মতো কথা হবে।' 

আরও পড়ুন: ICC Test Rankings: দশে ঢুকলেন Jasprit Bumrah, ব়্যাঙ্কিংয়ে আরও পিছলেন Virat Kohli

আরও পড়ুন: NZvsBAN: নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম বার টেস্ট জিতে ইতিহাস গড়ল বাংলাদেশ

এরপর সানি আরও যোগ করেন, 'এতগুলো টেস্ট খেলার পর একটু দায়িত্ববোধ দেখানো উচিত। পূজারা ও রাহানে লড়াই করার পর ম্যাচটা মাত্র আধা ঘণ্টার মধ্যে ঘুরে গেল। সেটা তো পন্থের বোঝা উচিত। দলের রান বাড়ানোর জন্য পূজারা ও রাহানে গায়ে-মাথায় বল খেয়েছে। পন্থের তো ওদের দেখে শেখা উচিত। সেটা না করে পন্থ যে ভাবে আউট হল তাতে ওকে সাজঘরে গিয়ে কথা শুনতেই হবে।" 

তৃতীয় দিনের প্রথম সেশনে রাবাদার দাপটে ১৮৮ রান তুলতে গিয়ে ৬ উইকেট হারিয়েছে টিম ইন্ডিয়া। তবে শুরুটা কিন্তু ঝোড়ো গতিতেই শুরু করেছিলেন পূজারা ও রাহানে। তৃতীয় উইকেটে মাত্র ১৪৪ বলে ১১১ রান যোগ করেন দুই অভিজ্ঞ ব্যাটার। তাঁদের লড়াকু ইনিংসের জন্যই এই মুহূর্তে ১৬১ রানে এগিয়ে রয়েছে ভারতীয় দল। প্রথম ইনিংসে এই দুজন ব্যর্থ হওয়ার পর গাভাসকর দুজনের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন। তবে এ বার কিন্তু পূজারা-রাহানের লড়াই দেখে তিনি মুগ্ধ। 

সানি বলেন, "খুব চাতুর্যের সঙ্গে ওরা ব্যাট করেছে। একই সঙ্গে ওদের ব্যাটিংয়ে আগ্রাসী মনোভাব দেখলাম। টেস্ট জিততে হলে এমন মনোভাবের খুব দরকার। ওরা কিন্তু সব বল মারতে যায়নি। মাথা থান্ডা রেখে পালটা লড়াই করেছে।"

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.