SAvsIND: ২০০ টেস্ট উইকেট নিয়ে নজির গড়লেন Mohammed Shami, মজা করলেন Ravi Shastri

সেঞ্চুরিয়ানের বাইশ গজে আগুন ঝড়ালেন মহম্মদ শামি।    

Updated By: Dec 28, 2021, 10:03 PM IST
SAvsIND: ২০০ টেস্ট উইকেট নিয়ে নজির গড়লেন Mohammed Shami, মজা করলেন Ravi Shastri
উইকেট নেওয়ার পর শামিকে শুভেচ্ছা জানাচ্ছেন অজিঙ্কা রাহানে। ছবি: বিসিসিআই

নিজস্ব প্রতিবেদন: ভারতের (Team India) তৃতীয় জোরে বোলার হিসেবে ২০০টি টেস্ট উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মহম্মদ শামি (Mohammed Shami)। চলতি সেঞ্চুরিয়ান টেস্টে ৪৪ রানে ৫ উইকেট নিয়ে এই নজির গড়লেন 'সহেসপুর এক্সপ্রেস'। ৩১ বছরের শামি ৫৫তম টেস্টে এই নজির গড়লেন। কপিল দেব অবশ্য ৫০তম ম্যাচে ২০০ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন। আর শামি এমন রেকর্ড গড়তেই তাঁকে নিয়ে মজার টুইট করলেন সদ্য বিদায়ী কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)। লিখলেন, 'ওকে কেউ বিরিয়ানি দাও!' 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বিশ্রাম নিয়েছিলেন শামি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও তাঁকে খেলতে দেখা যায়নি। তবে ফের একবার লাল বল হাতে পেতেই বাইশ গজে আগুন ঝরালেন এই পেসার। টেস্টের দ্বিতীয় দিন একটানা বৃষ্টির জন্য ধুয়ে গিয়েছিল। এর সুযোগ যেমন দক্ষিণ আফ্রিকার জোরে বোলাররা নিয়েছিলেন, তেমনই গনগনে পেস ও দুরন্ত সুইং-এর উপর ভর করে প্রোটিয়াস ব্যাটারদের একাই বুঝে নিলেন শামি। 

মূলত তাঁর দাপটেই ১৯৭ রানে গুটিয়ে গেল প্রোটিয়াসদের প্রথম ইনিংস। কেরিয়ারে এই নিয়ে ছয় বার পাঁচ উইকেট নিলেন তিনি। বিপক্ষের টপ অর্ডার থেকে মিডল অর্ডার সবাইকে বুঝে নিলেন শামি। জসপ্রীত বুমরা গোড়ালির চোট পেয়ে মাঠের বাইরে চলে গেলেও অভাব বুঝতে দেননি বাংলার এই জোরে বোলার। আর তাই তাঁর প্রশংসা করে শাস্ত্রী লিখলেন, 'সাবাস বাংলার সুলতান। তোমার বোলিং দেখে দারুণ মজা পেলাম। এরপর ওকে কেউ বিরিয়ানি দাও। পরিশ্রম করেছে বলেই ফল পেল। ঈশ্বর তোমার মঙ্গল করুন।' 

আরও পড়ুন: Virat Kohli: বিদেশে শেষ ন'বার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট, দেখে নিন মুহূর্তগুলো

আরও পড়ুন: SAvsIND: MS Dhoni, Wriddhi-র কোন রেকর্ড ভাঙলেন তরুণ Rishabh Pant? জেনে নিন

২০০ উইকেট নিয়ে ক্রিকেট দুনিয়ার নবম বোলার হিসেবেও নজির গড়লেন শামি। তবে ভারতীয়দের মধ্যে তাঁর আগে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তিনি ৩৭টি টেস্টে সবেচেয়ে দ্রুত ২০০ উইকেট নিয়েছিলেন। এই তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানের লেগ স্পিনার ইয়াশির শাহ। তিনি মাত্র ৩৩টি টেস্টে ২০০ উইকেট নিয়েছিলেন। 

২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে টেস্ট অভিষেক ঘটইয়েছিলেন শামি। কয়েক বছর আগে তাঁর ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছিল। ছিল চোট-আঘাতের সমস্যা। তবুও সব বাধা কাটিয়ে বিদেশে একাধিক টেস্ট সিরিজ জয়ের নেপথ্যে বড় ভূমিকা নিয়েছেন 'সহেসপুর এক্সপ্রেস'।  

২০০ উইকেট নেওয়া ভারতীয় পেসারদের তালিকা 

১) কপিল দেব: ৪৩৪ উইকেট ২২৭ ইনিংসে 

২) জাহির খান: ৩১১ উইকেট ১৬৫ ইনিংসে 

৩) ইশান্ত শর্মা: ৩১১ উইকেট ১৮৫ ইনিংসে 

৪) জভাগল শ্রীনাথ: ২৩৬ উইকেট ১২১ ইনিংসে 

৫) মহম্মদ শামি: ২০০ উইকেট ১০৩ ইনিংসে 

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App

.