জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের স্কোয়াশ স্টার সৌরভ ঘোষাল (Saurav Ghoshal)। ৩৭ বছরের কলকাতার বাঙালি ছেলে। বৃহস্পতিবার এশিয়ান গেমসে (Asian Games 2023) অধরা সোনার (ব্যক্তিগত দক্ষতায়) স্বপ্নপূরণের জন্য় নেমেছিলেন। কিন্তু মালয়েশিয়ার এমজি ইয়েন ইয়োর কাছে হেরে সৌরভের এবারও এশিয়াডে ব্য়ক্তিগত দক্ষতায় সোনা জেতা হল না। কমনওয়েলথে গেমসে স্কোয়াশে সোনা জেতা প্রথম ভারতীয় সৌরভ। চেয়েছিলেন এদিন অধরা এশিয়াড সোনার পদক গলায় ঝোলাতে। কিন্তু লড়াই করেও পারলেন না সৌরভ।

আরও পড়ুন: Asian Games 2023: সোনার বর্ষা... দীপিকাদের হাত ধরে ২০ নম্বর! স্ত্রীর সাফল্যে আবেগি ক্রিকেটার

সোনা না পেলেও, এদিন ইতিহাস লিখেছেন সৌরভ। পরিসংখ্যান বলছে বাঙালি ছেলে লাগাতার পাঁচ এশিয়াডেই পদক জিতেছেন। যা নিঃসন্দেহে বিরাট কৃতিত্বের। কারণ এর আগে দেশের কোনও স্কোয়াশ প্লেয়ার এই নজির গড়তে পারেননি। ২০০৬ ও ২০১০ সালে সৌরভ ব্রোঞ্জ জিতেছেন। ২০১৪ সালে রুপো পেয়েছেন। ২০১৮ সালে সৌরভ ফের ব্রোঞ্জ জেতেন। এরপর চলতি আসরে আবার সৌরভের রুপো। সৌরভ ২০১৪ ও চলতি এশিয়াডে দলীয় স্কোয়াশ ইভেন্টে সোনা পেয়েছেন। এছাড়াও টিম ইভেন্টে তাঁর জোড়া ব্রোঞ্জ রয়েছে।

আরও পড়ুন: Asian Games 2023: দুরন্ত দৌড়ে সোনা ভারতের, চিনে তেরঙা উড়ছে...

দেশের তারকা স্কোয়াশ জুটি-দীপিকা পাল্লিকল ও হরিন্দরপাল সিং সান্ধু সোনা জিতেছেন।হাংঝাউতে স্কোয়াশের মিক্সড ডাবলস ইভেন্টে দীপিকা-হরিন্দরপাল ছিনিয়ে আনেন সোনা। এদিন ভারতীয় জুটি ১১-১০, ১১-১০ জিতেছেন মালয়েশিয়ার আজমান বিন্টি ও সিয়াফিক বিন মহম্মদের বিরুদ্ধে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

English Title: 
Saurav Ghosal gives India its 85th medal Asian Games 2023
News Source: 
Home Title: 

এবারও সোনালি স্বপ্নভঙ্গ বাঙালি ছেলের! তবুও প্রথম ভারতীয় হিসেবে বিরল নজির

Saurav Ghosal: এবারও সোনালি স্বপ্নভঙ্গ বাঙালি ছেলের! তবুও প্রথম ভারতীয় হিসেবে বিরল নজির
Caption: 
রুপোতেই সন্তুষ্ট থাকতে হল সৌরভকে
Yes
Is Blog?: 
No
Section: