বিশ্বকাপের মাঝে বড়সড় দুর্ঘটনা থেকে বাঁচল সৌদি আরব দল!
ফুটবলাররা সকলেই নিরাপদে আছেন
নিজস্ব প্রতিবেদন : বিশ্বকাপের মাঝে বড়সড় দুর্ঘটনার এড়াল সৌদি আরব দল। মাঝ আকাশে বিমানে আগুন ধরে যায় বলে জানা গিয়েছে। সৌদি আরবের ফুটবলার এবং সার্পোট স্টাফ সকলেই নিরাপদে টিম হোটেলে পৌঁছেছেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- হ্যারি কেনে'র আলোয় জ্বলে উঠল ব্রিটিশরা
বিশ্বকাপের প্রথম ম্যাচে রাশিয়ার কাছে ০-৫ গোলে হারের ধাক্কা সামলাতে না সামলাতেই এবার মাঝ আকাশে বিপদে পড়ে গেল সৌদি আরব দল। বুধবার উরুগুয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে বড়সড় দুর্ঘটনা এড়াল তারা। মস্কো থেকে রোস্তভ যাওয়ার পথে মাঝ আকাশেই বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায় বলে জানিয়েছেন সৌদি আরব দলের এক অফিসিয়াল।
PASSENGER FOOTAGE: Watch #KSA plane engine catching fire as they land in Rostov-on-Don for their #WorldCup matchday 2 game against #URU . pic.twitter.com/Yq3QQ1MtZ1
— Ahdaaf (@ahdaafme) June 18, 2018
সূত্রের খবর, যান্ত্রিক ত্রুটির কারণেই দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি। যদিও ফুটবলাররা সকলেই নিরাপদে আছেন। রোস্তভ-অন-ডন বিমানবন্দরে সৌদির ফুটবলাররা নিরাপদেই অবতরণ করেছেন। বিমানবন্দর থেকে সকলেই হোটেলেও ফিরে গিয়েছেন নিরাপদেই।
The Saudi Arabian Football Federation would like to reassure everyone that all the Saudi national team players are safe, after a technical failure in one of the airplane engines that has just landed in Rostov-on-Don airport, and now they’re heading to their residence safely.
— Saudi National Team (@SaudiNT_EN) June 18, 2018