Satwiksairaj Rankireddy: ৫৬৫ কিমি গতিতে ব্যাডমিন্টনে সার্ভিস! গিনেস বুকে নাম তুলে চমক দিলেন সাত্ত্বিক
ভাঙলেন ১০ বছরের পুরনো রেকর্ড। এতদিন পর্যন্ত মালয়েশিয়ান শাটলার ট্যান বুনের ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায় মারা শটই সবচেয়ে জোরে ছিল। সেটি ছাপিয়ে গেলেন হায়দরাবাদী তারকা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অবিশ্বাস্য বললেও কম বলা হবে। ঘন্টায় ৫৬৫ কিলোমিটার গতিতে স্ম্যাশ মেরে গিনেস বুকে (Guinness World Record) নাম তুলে নিলেন ভারতের (India) ব্যাডমিন্টন (Badminton) তারকা সাত্ত্বিকসাইরাজ রণকিরেড্ডি (Satwiksairaj Rankireddy)। ব্যাডমিন্টনের ইতিহাসে সবচেয়ে দ্রুত গতির ব্যাডমিন্টন স্ম্যাশ মেরেছেন তিনি। আর এই শটের জন্যই ব্যাডমিন্টনের ইতিহাসে নিজের আলাদা পরিচয় গড়লেন তিনি।
ভাঙলেন ১০ বছরের পুরনো রেকর্ড। এতদিন পর্যন্ত মালয়েশিয়ান শাটলার ট্যান বুনের ৪৯৩ কিমি প্রতি ঘণ্টায় মারা শটই সবচেয়ে জোরে ছিল। সেটি ছাপিয়ে গেলেন হায়দরাবাদী তারকা।
আরও পড়ুন: 2026 Commonwealth Games: অলিম্পিক্সের সঙ্গে এবার কমনওয়েলথ গেমসের জন্যও বিড করতে পারে আহমেদাবাদ
জাপানের একটি জিমন্যাসিয়ামে দ্রুততম স্ম্যাশ মারার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা-সহ অনেকেই। গিনেস বুকের আধিকারিকদের উপস্থিতিতেই শুরু হয় স্ম্যাশ মারার প্রতিযোগিতা। সেখানেই ৫৬৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে স্ম্যাশ মারেন সাত্ত্বিকসাইরাজ। এই গতিকে টপকে যেতে পারেননি কেউই। মহিলাদের মধ্যে সবচেয়ে দ্রুত গতিতে স্ম্যাশ মারার রেকর্ড গড়েন মালেয়েশিয়ার পার্লি ট্যান। ৪৩৮ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে শট মারেন তিনি।
বিশেষজ্ঞদের দাবি, ফর্মুলা ওয়ানে অংশগ্রহণকারী গাড়ির চেয়েও বেশি গতি ছিল সাত্ত্বিকের স্ম্যাশে। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি গতির রেসিং কারের গতিবেগ ছিল ৩৯৭.৪৮ কিমি প্রতি ঘণ্টা। এছাড়াও টেনিস খেলার সবচেয়ে দ্রুততম সার্ভ ২৬৩ কিলোমিটার প্রতি ঘণ্টা। তবে সাত্ত্বিকের সামনে ম্লান হয়ে গিয়েছে সমস্ত রেকর্ডই। গিনেস বুকে নাম তোলার পরে কোর্টে নেমেও দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় তারকা। কোরিয়া ওপেনের প্রথম রাউন্ডে জিতে প্রি-কোয়ার্টার ফাইনালে উঠেছেন তিনি। চিরাগ শেট্টির সঙ্গে জুটি বেঁধে মেনস ডাবলস খেতাব জয়ের স্বপ্ন দেখছেন সাত্ত্বিক।