Sania Mirza: সানিয়া খেলবেন না যুক্তরাষ্ট্র ওপেন, অবসরের ভাবনায় বদল টেনিস সুন্দরীর!

সানিয়া তাঁর কেরিয়ারে ছ'বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ওপেনে মিক্সড ডাবলস খেতাব (২০১৪ সালে ব্রুনো সোরসের সঙ্গে)। সানিয়া মেয়েদের ডাবলসে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন।

Updated By: Aug 23, 2022, 03:31 PM IST
Sania Mirza: সানিয়া খেলবেন না যুক্তরাষ্ট্র ওপেন, অবসরের ভাবনায় বদল টেনিস সুন্দরীর!
সানিয়ার বড় সিদ্ধান্ত

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: শুরু হয়ে গিয়েছে যুক্তরাষ্ট্র ওপেন (US Open)। চলছে কোয়ালিফাইং রাউন্ডের খেলা। মার্কিন মুলুকে অনুষ্ঠিত টেনিসের ঐতিহ্যবাহী আসরে মেইন ড্র শুরু হবে ২৯ অগস্ট থেকে। যুক্তরাষ্ট্র ওপেন খেলেই টেনিসকে আলবিদা জানানোর কথা ভেবেছিলেন ভারতের টেনিস নক্ষত্র সানিয়া মির্জা (Sania Mirza)। যুক্তরাষ্ট্র ওপেনই হতে চলেছিল তাঁর কেরিয়ারের শেষ গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু হাতের একাধিক জায়গায় চোটের জন্য সানিয়া যুক্তরাষ্ট্র ওপেন থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন। পাশাপাশি তাঁর অবসরের ভাবনাতেও এসেছে বদল। ছ'বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী সানিয়া নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করে এই কথা জানিয়েছেন।

সানিয়া লেখেন, 'বন্ধুরা চট করে একটি আপডেট দিতে চাই। যদিও ভাল খবর নয়। দুই সপ্তাহ আগে কানাডায় খেলার সময়ে আমার ফোরআর্ম/এলবোতে চোট লাগে। বুঝতে পারিনি যে, চোটের অবস্থা এরকম হবে। গতকলা স্ক্যান রিপোর্ট পেয়েছি। দুর্ভাগ্যজনক ভাবে আমার টেন্ডনে কিছুটা ছিঁড়ে গিয়েছে। আমি কয়েক সপ্তাহ কোর্টের বাইরে থাকব। আমি যুক্তরাষ্ট্র ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলাম। যদিও বিষয়টি সময়ের বিবেচনায় একেবারেই আদর্শ নয়। আমার অবসরের পরিকল্পনায় বদল আসবে। সেই ব্যাপারে পোস্ট করব।' 

সানিয়া তাঁর কেরিয়ারে ছ'বার গ্র্যান্ড স্ল্যাম জিতেছেন। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ওপেনে মিক্সড ডাবলস খেতাব (২০১৪ সালে ব্রুনো সোরসের সঙ্গে)। সানিয়া মেয়েদের ডাবলসে উইম্বলডন, অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন। মিক্সড ডাবলসে ফরাসি ওপেন, অস্ট্রেলিয়ান ওপেন ও যুক্তরাষ্ট্র ওপেন জিতেছেন তিনি। গত মাসে সানিয়া উইলম্বডনের মিক্সড ডাবলস থেকে ছিটকে যাওয়ায়  কেরিয়ার স্ল্যাম পূরণ করতে পারেননি। সানিয়া চলতি বছর জানুয়ারি মাসেই জানিয়েছিলেন যে, টেনিস কেরিয়ার এগিয়ে নিয়ে যাওয়ার মতো আর এনার্জি তিনি বোধ করেন না। ফলে বাধ্য হয়েই তিনি টেনিসকে গুডবাই বলছেন। এখন দেখার সানিয়া কোন টুর্নামেন্ট খেলে টেনিসকে বিদায় জানান!

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.