করিমকে ছাড়তে নারাজ সালগাঁওকর
শনিবার সকালে সালগাঁওকর কর্ণধারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন ফেডারেশন সচিব কুশল দাস। দুর্দান্ত সফল করিমকে যে কোনমতেই ছাড়া সম্ভব নয়,তা স্পষ্টভাষায় জানিয়ে দেন শিবানন্দ সালগাঁওকর। সালগাঁওকর প্রধানের দেওয়া যুক্তি মেনে নিয়েছেন ফেডারশন সচিব।
শনিবার সকালে সালগাঁওকর কর্ণধারের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন ফেডারেশন সচিব কুশল দাস। দুর্দান্ত সফল করিমকে যে কোনমতেই ছাড়া সম্ভব নয়,তা স্পষ্টভাষায় জানিয়ে দেন
শিবানন্দ সালগাঁওকর। সালগাঁওকর প্রধানের দেওয়া যুক্তি মেনে নিয়েছেন ফেডারশন সচিব। এর পর ফেডারেশন সভাপতিও আর কথা বলবেন না শিবানন্দ সালগাঁওকরের সঙ্গে। ডেরেক
পেরেরাকেও ছাড়তে রাজি নয় পুণে এফ সি। আর ডেভিড বুথের ব্যাপারে আপত্তি রয়েছে ফেডারেশেন কর্তাদের একাংশের। অক্টোবর মাসে মালয়েশিয়া আর জাম্বিয়ার সঙ্গে আন্তর্জাতিক
প্রদর্শনী ম্যাচ খেলবে ভারত। সেক্ষেত্রে এই ম্যাচগুলিতে সুনীলদের কোচ হিসাবে দেখা যাতে পারে সুখবিন্দার সিংকে। কোচ নিয়ে অবশ্য খুব বেশি মাথা ঘামাতে নারাজ ফেডারেশন সচিব।
অক্টোবরেই রবার্ট বানের সঙ্গে চুক্তি চূড়ান্ত করতে নেদারল্যান্ডে যাচ্ছেন কুশল দাস। সেখানে ভারতের কোচ নিয়েও বিস্তারিত আলোচনা করতে চান তিনি। সুনীল.সুব্রতদের পরবর্তী কোচ
নিয়োগে বানের মতামতকে গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এআইএফএফ কর্তারা।