রিও অলিম্পিকে ভারতের প্রথম পদক, সাক্ষী মালিককে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

১৩০ কোটির দেশ রিও অলিম্পিকে গোটা বিশ্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর একটা পদকও আসবে না! ১৭ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তো আশাহত হওয়ার আরও এক গান বাঁধতে শুরু করেছিল তেরঙ্গার দেশ। কথায় আছে না, যার শেষ ভালো তাঁর সব ভালো, হলও তাই। শেষের বেলায় ডুবু ডুবু রিও স্বপ্নে হঠাৎ পদকের 'দীপা'য় আলোকিত হল ভারত। কুস্তিতে ব্রোঞ্জ জিতল ভারতের কুস্তিগির সাক্ষী মালিক। অলিম্পিকের ইতিহাসে দেশের চতুর্থ মেয়ে হিসেবে আনলেন পদক। উল্লেখ্য, কুস্তিতে সাক্ষী মালিকই ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিকে পদক জিতলেন। 

Updated By: Aug 18, 2016, 12:21 PM IST
রিও অলিম্পিকে ভারতের প্রথম পদক, সাক্ষী মালিককে শুভেচ্ছা রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

ওয়েব ডেস্ক: ১৩০ কোটির দেশ রিও অলিম্পিকে গোটা বিশ্বের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে, আর একটা পদকও আসবে না! ১৭ আগস্ট সন্ধ্যা পর্যন্ত তো আশাহত হওয়ার আরও এক গান বাঁধতে শুরু করেছিল তেরঙ্গার দেশ। কথায় আছে না, যার শেষ ভালো তাঁর সব ভালো, হলও তাই। শেষের বেলায় ডুবু ডুবু রিও স্বপ্নে হঠাৎ পদকের 'দীপা'য় আলোকিত হল ভারত। কুস্তিতে ব্রোঞ্জ জিতল ভারতের কুস্তিগির সাক্ষী মালিক। অলিম্পিকের ইতিহাসে দেশের চতুর্থ মেয়ে হিসেবে আনলেন পদক। উল্লেখ্য, কুস্তিতে সাক্ষী মালিকই ভারতের প্রথম মহিলা যিনি অলিম্পিকে পদক জিতলেন। 

সাক্ষী মালিকের এই ইতিহাস গড়াকে গৌরবান্বিত করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। সোশ্যাল নেটওয়ার্কে শুভেচ্ছার বর্ষণে বিন্দু বিন্দু জল হয়েছেন সিন্ধু থকে সেওয়াগ। 

 

.