Sakshi Malik, CWG 2022 : জাতীয় সঙ্গীত শুনেই কেঁদে ফেললেন 'সোনার মেয়ে' সাক্ষী
২০১৪ সালে গ্লাসগোতে জিতেছিলেন রুপো। গতবার অবশ্য গোল্ডকোস্টে তাঁকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই এ বার তাঁর লক্ষ্য ছিল সোনা। আর সেই সোনা দখলের লড়াইতে নেমে শুরুতেই ভুল করেন বসেন সাক্ষী। প্রতি আক্রমণে সাক্ষীকে টেক ডাউন করে ২ পয়েন্ট সংগ্রহ করেন অ্যানা। প্রথম রাউন্ডেই একই ভুলের পুনারাবৃত্তি করেন সাক্ষী। ফলে ফের তাঁকে ২ পয়েন্ট খোয়াতে হয়। প্রথম রাউন্ডে সাক্ষী ০-৪ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় রাউন্ডে সাক্ষী এক ঝটকায় ৪ পয়েন্ট সংগ্রহ করেন নেন এবং কানাডিয়ান তারকাকে চিৎ করে (৪-৪) ফাইনাল বাউট জিতে নেন। সেই সঙ্গে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতকে সোনা এনে দেন সাক্ষী।
জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে তৃতীয় প্রচেষ্টায় এল সাফল্য। চলতি কমনওয়েলথ গেমসে (Commonwealth Games 2022) সোনা জিতলেন সাক্ষী মালিক (Sakshi Malik)। মেয়েদের ফ্রি-স্টাইল কুস্তির (Wrestling) ৬২ কেজি বিভাগে সোনা জেতেন সাক্ষী। সাক্ষী গোল্ড মেডেল বাউটে হারিয়ে দেন কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে। আর এরপর পোডিয়ামে গিয়ে সোনার মেডেল গলায় ঝুলিয়েই কেঁদে ফেললেন এই কুস্তিগীর। জাতীয় সঙ্গীত (National Anthem) বাজতেই আবেগপ্রবণ হয়ে পড়েন ভারতের (India) এই কুস্তিগীর।
এরপর সাংবাদিকদের 'সোনার মেয়ে' বলেন, "এর আগে কমনওয়েলথ গেমসে রুপো ও ব্রোঞ্জ জিতেছিলাম। তাই এ বার বার্মিংহামে পা রাখার আগেই সোনা জেতার লক্ষ্য করেছিলাম। কারণ সোনার মেডেলের কোনও বিকল্প নেই। অবশেষে আমার স্বপ্ন পূরণ হল। আমি খুব খুশি।"
Sakshee Malikkh (@SakshiMalik) August 6, 2022
২০১৪ সালে গ্লাসগোতে জিতেছিলেন রুপো। গতবার অবশ্য গোল্ডকোস্টে তাঁকে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। তাই এ বার তাঁর লক্ষ্য ছিল সোনা। আর সেই সোনা দখলের লড়াইতে নেমে শুরুতেই ভুল করেন বসেন সাক্ষী। প্রতি আক্রমণে সাক্ষীকে টেক ডাউন করে ২ পয়েন্ট সংগ্রহ করেন অ্যানা। প্রথম রাউন্ডেই একই ভুলের পুনারাবৃত্তি করেন সাক্ষী। ফলে ফের তাঁকে ২ পয়েন্ট খোয়াতে হয়। প্রথম রাউন্ডে সাক্ষী ০-৪ পয়েন্টে পিছিয়ে পড়েন। দ্বিতীয় রাউন্ডে সাক্ষী এক ঝটকায় ৪ পয়েন্ট সংগ্রহ করেন নেন এবং কানাডিয়ান তারকাকে চিৎ করে (৪-৪) ফাইনাল বাউট জিতে নেন। সেই সঙ্গে বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমস থেকে ভারতকে সোনা এনে দেন সাক্ষী।
— Sony Sports Network (@SonySportsNetwk) August 5, 2022
আরও পড়ুন: Sakshi Malik, CWG 2022: কামব্যাক করে ইতিহাস গড়লেন 'সোনার মেয়ে' সাক্ষী
আরও পড়ুন: CWG 2022: ভুল আম্পায়ারিং! অবিচারের শিকার হয়ে হার, ফুঁসছে মহিলা হকি দল
কামব্যাক করে সাক্ষীর এই জয় বলিউডের মশালা সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানাবে। একটা সময় ০-৪ ব্যবধানে পিছিয়ে গেলেও এক প্যাঁচে বাজিমাত করলেন! তাঁকে উৎসাহ দেওয়ার অবশ্য খামতি ছিল না। গ্যালারি জুড়ে সাক্ষী...সাক্ষী...স্লোগান উঠছিল। সেই জন্য সমর্থকদের ধন্যবাদ জানালেন তিনি।
সাক্ষী যোগ করেন, "সমর্থকদের চিৎকার ও স্লোগান আমাকে উজ্জীবিত করে তুলেছিল। সাক্ষী...সাক্ষী...আওয়াজ আমার মনের জোর বাড়িয়ে দেয়। সেই জন্য ০-৪ ব্যবধানে পিছিয়ে থাকলেও কামব্যাক করতে পারলাম। তবে আমার ফিরে আসার নেপথ্যে পরিবারের সাপোর্টও ছিল।"
সোনার জিতে স্বভাবতই আবেগপ্রবণ হয়ে পড়েন সাক্ষী। তাই পোডিয়ামে পদক নিতে উঠে চোখের জল সামলাতে পারেননি। জাতীয় সঙ্গীত বাজতেই আনন্দে কেঁদে ফেলেন তিনি। এমন দৃশ্য দেখে নেটিজেনরাও আবেগ তাড়িত। সাক্ষীর পোডিয়ামে পদক নিতে ওঠার দৃশ্য মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়।
এই প্রথম কমনওয়েলথ গেমসের গোল্ড মেডেল গলায় ঝোলালেন সাক্ষী মালিক। এর আগে ২০১৪ সালে গ্লাসগো কমনওয়েলথ গমসের ৫৮ কেজি বিভাগে রুপো জিতেছিলেন সাক্ষী। পরে ২০১৮ সালে গোল্ড কোস্টের ৬২ কেজি বিভাগে ব্রোঞ্জ জেতেন তিনি। এ বার পদকের রং বদলে নেন রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী সাক্ষী মালিক।
কোন পথে এল সাক্ষীর সোনার পদক:
কোয়ার্টার ফাইনাল - মেয়েদের ৬২ কেজি বিভাগের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কেলসি বার্নসের বিরুদ্ধে জিতেছিলেন সাক্ষী। মাত্র ১ মিনিটেই কোয়ার্টার ফাইনালের লড়াই জিতে নিয়েছিলেন।
সোমিফাইনাল- ৬২ কেজি বিভাগের সেমিফাইনালে ১০-০ ব্যবধানে হারিয়ে দেন শ্রীলঙ্কার নেথমি পরুথোটেগকে।
ফাইনাল - সোনার মেডেল জেতার বাউটে কানাডার অ্যানা গডিনেজ গঞ্জালেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হলেন।